হাওড়া , ৪ মার্চ:- পুরনিগমের পানীয় জলের পাইপ লাইন মেরামতের কাজ হবে। এর জন্য হাওড়া পুরনিগম এলাকায় আগামী ১৭ মার্চ দুপুর থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে। এই ব্যাপারে হাওড়া পুরনিগমের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে আগামী ১৭ মার্চ বুধবার দুপুর ১২টা থেকে পরের দিন ১৮ মার্চ বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত জল সরবরাহ বন্ধ থাকবে। হাওড়া পুরনিগমের ১ থেকে ৫০ নম্বর ওয়ার্ড ও ৬৩ থেকে ৬৬ নম্বর ওয়ার্ডে বন্ধ থাকবে জল সরবরাহ। পুরসভার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ১৮ মার্চ দুপুর থেকে জল সরবরাহ ফের স্বাভাবিক হবে।
হাওড়া পুরনিগমের তরফ থেকে জানানো হয়েছে, জরুরি ভিত্তিতে মূল পাইপ লাইনের ছিদ্র মেরামত করা হবে। বেলেপোলের কাছে ৯০০ মি. মি. ব্যাসযুক্ত ভ্যালভ পরিবর্তন ও পদ্মপুকুর প্ল্যান্টে ৪৫০ মি. মি. ব্যাসের নতুন পাইপ লাইনের সংযোগ করা সহ নানা মেরামতের কাজের জন্যই জল সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেএমডিএ’র সাহায্যে পদ্মপুকুর প্ল্যান্টে নতুন পাইপ লাইনের সংযোগ করা হবে।