হাওড়া , ২৩ ফেব্রুয়ারি:- বালি কেন্দ্র তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত “দিদির দূত” প্রচার পদযাত্রার সূচনা করলেন রাজ্যের সমবায় মন্ত্রী তথা হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অরূপ রায়। মঙ্গলবার সকালে ওই পদযাত্রাটি সূর্যনগর থেকে শুরু হয়ে বালি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন পথ পরিক্রমা করে। অরূপ রায় বলেন, আমাদের একটাই বার্তা তা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার বিগত ১০ বছরে বাংলার যে উন্নয়ন করেছে তা তুলে ধরা। বাংলায় ২০১১ সালের প্রথম দিন থেকে উন্নয়ন শুরু হয়েছে। সেই উন্নয়নের বার্তা দিদির দূত হিসেবে পৌছে দেওয়া আমাদের লক্ষ্য। আমাদের যে উন্নয়ন বাংলায় হয়েছে তা ভারতবর্ষ দেখেনি কখনও। জন্ম থেকে মৃত্যু এর মধ্যে উন্নয়নের একাধিক উন্নয়নের প্রকল্প। বিনা পয়সায় চিকিৎসার জন্য স্বাস্থ্যসাথীর মতো এমন প্রকল্প শুধুমাত্র ভারতবর্ষ কেন সারা বিশ্বের কোনও প্রশাসক করেছেন কিনা জানি না। বিজেপির দাবি তাদের পরিবর্তন যাত্রাকে নকল করে তৃণমূলের এই পরিকল্পনা। এনিয়ে মন্ত্রী অরূপ রায়ের পাল্টা দাবি বিজেপি মমতার সব প্রকল্প নকল করে। বিজেপি আমাদের নকল করছে। বিজেপি সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে নকল করছে, আমরা নকল করছিনা। ওরা একটা উশৃংখল পার্টি। ওদের আমরা কি নকল করব।
Related Articles
মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির পদ থেকে সরানো হলো কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে।
কলকাতা, ২৩ জুন:- কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল। ওই পদে এলেন রামানুজ গঙ্গোপাধ্যায়। তিনি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির রেজিস্ট্রার ছিলেন। আজ শিক্ষা দফতর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, আগামী এক বছরের জন্য মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি থাকবেন রামানুজ গঙ্গোপাধ্যায়। সভাপতি ছাড়াও মধ্যশিক্ষা পর্ষদের আরও বেশ কয়েক জন আধিকারিককেও আজ বদল করা হয়েছে। উল্লেখ্য […]
দক্ষিণেশ্বরে পুজো দিতে সস্ত্রীক রাজ্যপাল।
কলকাতা, ২৯ জানুয়ারি:- দক্ষিণেশ্বর মন্দিরে মা ভবতারিণীর কাছে সস্ত্রীক পুজো দিতে এলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। জগদীপ ধনকড় উপরাষ্ট্রপতি হওয়ার পর বেশ কিছুদিন অস্থায়ী রাজ্যপাল থাকার পর বাংলার স্থায়ী রাজ্যপাল হিসাবে দায়িত্ব নেন সিভি আনন্দ বোস। সরস্বতী পুজোর দিন বাংলায় হাতেখড়ি দিয়ে বাংলা রাজনীতিতে নতুন বিতর্ক সৃষ্টি করে দিল্লি গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে […]
পুজোর মুখে করোনা নিয়ে আরও একবার মানুষকে সতর্ক করে দিল স্বাস্থ্য দফতর।
কলকাতা, ৯ অক্টোবর:- পুজোর ঢাকে কাঠি পড়েছে ইতিমধ্যেই।রাস্তায় নেমেছে আনন্দ মূখর মানুষের ঢল। এমত অবস্থায় উৎসবে মেতে ওঠার আগে কোভিডের বিপদ সম্পর্কে আরও একবার রাজ্যবাসীকে সতর্ক করে দিল স্বাস্থ্য দফতর। সংক্রমণ রুখতে রাজ্যবাসীর উদ্দেশে একগুচ্ছ সতর্কবার্তা জারি করা হয়েছে। সেই সতর্কবার্তায় উৎসবের মরশুমে কোনও রকম জমায়েত বা শোভাযাত্রা করতে নিষেধ করা হয়েছে। পরামর্শ দেওয়া হয়েছে […]