এই মুহূর্তে কলকাতা

শ্রম-প্রতিমন্ত্রী জাকির হোসেনের ওপর হামলার পিছনে বড়সর ষড়যন্ত্র -মুখ্যমন্ত্রী

কলকাতা ,১৮ ফেব্রুয়ারি:- শ্রম-প্রতিমন্ত্রী জাকির হোসেনের ওপর হামলার পিছনে বড়সর ষড়যন্ত্র রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনায় রেলের গাফিলতি রয়েছে বলে দাবি করেছেন তিনি। এদিন সকালে কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে বোমার ঘায়ে জখম শ্রম ও প্রতিমন্ত্রীকে দেখতে এসএসকেএম- হাসপাতালে আসেন মমতা। বেরোনোর সময় সাংবাদিকদের তিনি বলেন, “এটা অনেক বড় ষড়যন্ত্র। রেল এতবড় ঘটনার পরে কী করে গা ছাড়া দিচ্ছে জানি না। জাকিরের অবস্থা খারাপ, এখন অপারেশন থিয়েটারের রয়েছে। কয়েকজন পেশেন্টের অবস্থা দেখা যাচ্ছে না। যাঁরা জখম হয়েছেন, তাদের ৫ লক্ষ টাকা দেবো, অপেক্ষাকৃত কম জখমদের জন্য ১ লক্ষ টাকা দেওয়া হবে। প্লাস্টিক সার্জারির দায়িত্বও নেবো।

সত্যি ঘটনাটা খুঁজে বের করবে তিনটি দল।” মমতার অভিযোগ এই ঘটনার সময়ে কোনও রেলপুলিশ ছিল না নিমতিতা স্টেশনে। জায়গাটা অন্ধকারাচ্ছন্ন ছিল। মুখ্যমন্ত্রীর মত, রিমোট ব্যবহার করেও বিস্ফোরণ হতে পারে। এদিন জাকির হোসেনের স্ত্রী-র সঙ্গে কথা হয়েছে, জানান মমতা। বৃহস্পতিবার ভোর ৪টে ৪৫ মিনিট নাগাদ জাকির হোসেনকে এসএসকেএম-এ নিয়ে আসা হয়। হাসপাতালে সেই সময় উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম। মুখ্যমন্ত্রী তাঁর থেকে জাকির হোসেনের স্বাস্থ্যের খবর নেন। বেরিয়ে মমতা বললেন, “পরিস্থিতি দেখে শিউরে উঠছি। এর বিরুদ্ধে ব্য়বস্থা নিতেই হবে।” মমতা এদিন কথা বলেন ডাক্তারদের সঙ্গে। মুখ্যমন্ত্রীই জানালেন, হাসপাতালে ভর্তি আরও ২৬ জনের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। পাশাপাশি জাকিরকে দলত্যাগের জন্য জোর করা হচ্ছিল বলেও অভিযোগ করলেন তিনি।