এই মুহূর্তে কলকাতা

নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং এ প্রতিবাদ দেখালো ছটি সার্ভিসের আধিকারিকরা।

কলকাতা , ১০ ফেব্রুয়ারি:- রাজ্য সরকার কেবলমাত্র ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ আধিকারিকদের জন্য নতুন বেতনক্রম ও অন্যান্য সুবিধা প্রদানের কথা ঘোষণা করায় সমতুল পরীক্ষা দিয়ে আসা আরো ছটি সার্ভিসের আধিকারিকরা তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার মাধ্যমে নিযুক্ত রাজস্ব, খাদ্য, শ্রম, এমপ্লয়মেন্ট, সমবায় এবং অডিট একাউন্ট সার্ভিসের মোট 4000 আধিকারিকদের যৌথ মঞ্চের তরফে এই বৈষম্য দূর করে সকলের জন্যই এক বেতনক্রম ও অন্যান্য সুবিধা চেয়ে মুখ্যমন্ত্রীর কাছে দাবীপত্র পেশ করা হয়েছে। এইসব আধিকারিকের আজ রাজ্য ব্যাপী কালো ব্যাজ পরে বৈষম্যের প্রতিবাদ জানাচ্ছেন। আন্দোলনকারীদের দাবি এই বৈষম্য না দূর হলে কর্মক্ষেত্রে বিরূপ প্রভাব পড়তে পারে। এদিন দুপুরে নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং এ প্রতিবাদ সমাবেশের ও আয়োজন করা হয়।