হাওড়া, ৯ ফেব্রুয়ারি:- অঙ্কুশ ও ঐন্দ্রিলার একসঙ্গে প্রথম ছবি ‘ম্যাজিক’ মুক্তি পেতে চলেছে আগামী শুক্রবার। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ছবির প্রচারে হাওড়ার রিভারসাইড আভানি মলে আসেন ছবির এই দুই প্রধান জুটি। ছবির সাফল্যের বিষয়ে অঙ্কুশ-ঐন্দ্রিলা দুজনেই বেশ আশাবাদী। এদিন অঙ্কুশ দর্শকদের উদ্দেশ্যে বলেন, “এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। মানুষের কাছে গিয়ে মানুষের পাশে গিয়ে বলতে চাই এটা খুব স্পেশাল ছবি। সাহস করে একটা সিনেমা বানালাম। পজিটিভ ফিডব্যাক পেলাম। ‘ম্যাজিক’ অসাধারণ কিনা সেটা ছবি রিলিজ হলে আপনারা বলবেন। আপনারা ছবি দেখে বিচার করবেন। নির্বিধায় আপনারা ছবি দেখতে আসুন। আমি বলতে পারি এটা ভালো ছবি।” অঙ্কুশ পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “এই মুহুর্তে রাজনীতিতে আসার ইচ্ছে নেই। কে রাজনীতিতে জয়েন করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার।
তবে ইন্ডাস্ট্রির মধ্যে শান্তি বজায় রাখাটা খুব দরকার। আমার মনে হয় অযথা কাদা ছোঁড়াছুড়ি না করে তিনি কেন পলিটিক্সে জয়েন করলেন বা তিনি কি কি কাজ ভেবে রেখেছেন ওইটুকুই জানানো দরকার। আমি যদি কোনওদিন পলিটিক্সে জয়েন করি তাহলে শুধু আগামী পাঁচ বা দশ বছরে কি কি পরিকল্পনা রয়েছে সেটুকুই বলব। কে সফল বা কে ব্যর্থ এসব নিয়ে কথা বলব না কারণ সেটা মানুষ জানেন।” এদিন ঐন্দ্রিলা বলেন, “এই ছবি করে একটা নতুন অভিজ্ঞতা হল। আমাদের ছবি ‘ম্যাজিক’ রিলিজ করছে। তোমরা বড় পর্দায় এবার আমাদের দেখো। ‘ভ্যালেন্টাইন্স-ডে’ তে অঙ্কুশের জন্মদিন। একসঙ্গে প্রথমবার কাজ করছি। বিচার আপনারাই করবেন। থিয়েটারে গিয়ে সিনেমা দেখুন। ‘ম্যাজিক’ দেখুন। মাস্ক পরে থিয়েটারে আসুন ছবি দেখতে।”