এই মুহূর্তে জেলা

স্বাধীন ভারতের অগ্রগতিতে জাতীয় কংগ্রেসের ভূমিকা ও দেশের কংগ্রেসি প্রধানমন্ত্রীদের কর্মজীবন নিয়ে তৈরি হল “ভারত উদয়”।

 

হাওড়া,২২ জানুয়ারি:- দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহেরু থেকে শুরু করে লাল বাহাদুর শাস্ত্রী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, পি ভি নরসিংহ রাও, মনমোহন সিং প্রমুখ কংগ্রেসি প্রধানমন্ত্রীরা দেশের উন্নতির লক্ষ্যে কিভাবে তাঁদের কর্মজীবন জাতির সেবায় উৎসর্গ করেছেন সেই কাহিনী নিয়ে এবার ডিভিডি প্রকাশ হল হাওড়া জেলা কংগ্রেস সোস্যাল মিডিয়া সেল ও শিবপুর ব্লক কংগ্রেস সোস্যাল মিডিয়া সেলের উদ্যোগে। এর নাম দেওয়া হয়েছে “ভারত উদয়”। দিনকয়েক আগে হাওড়ায় এক অনুষ্ঠানে এসে এই ডিভিডি-র প্রকাশ করেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। পিনাকি দাসের নির্দেশনায় ও সম্পাদনায়, শুভঙ্কর সরকারের কণ্ঠে, হাওড়া জেলা কংগ্রেসের সভাপতি সুনীল আদক ও শিবপুর ব্লক কংগ্রেসের সভাপতি দেবকমল চক্রীবর্তীর তত্বাবধানে সম্পূর্ণ বাংলায় নির্মিত হয়েছে এই “ভারত উদয়”।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                                                                                       গত ১৫ জানুয়ারি প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র ও প্রদেশ কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের চেয়ারপার্সন মিতা চক্রবর্ত্তী এর শুভ সূচনা করেন। “ভারত-উদয়” এর নির্মাণ ও সম্পাদনার দায়িত্বে থাকা পিনাকি দাস জানান, ১৯৪৭ সালে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর প্রথম প্রধানমন্ত্রী হন ভারতীয় জাতীয় কংগ্রেসের পন্ডিত জওহরলাল নেহেরু। প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই তাঁর চিন্তা ছিল ইংরেজদের হাতে পরাধীনতার বেড়িতে বন্ধ থাকা একটা দেশ ও জাতিকে সাবলম্বী করা ও নিজের অধিকার সম্পর্কে সচেতন করা। শুধু তাই নয় সমগ্র বিশ্বের সামনে ভারতবর্ষকে এক উন্নত ভারতবর্ষ রূপে প্রকাশ করা। কিন্তু কাজটা খুব সহজ ছিল না। দেশের ভিতরে ও বাইরে ছিল প্রচুর সমস্যা। তিনি এইসব বাধাকে অতিক্রম করে ভারতের উন্নতির দিকেই তার প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যান। এর পরবর্ত্তীকালে লাল বাহাদুর শাস্ত্রী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, পি ভি নরসিংহ রাও, মনমোহন সিং প্রমুখ কংগ্রেসি প্রধানমন্ত্রীরা ভারতবর্ষের উন্নতির জন্য নিজেদের কর্ম ও জীবন উৎসর্গ করেন।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                                                                                           স্বাধীন ভারতের অগ্রগতিতে জাতীয় কংগ্রেসের ভূমিকা আমরা ভারত উদয়ের মাধ্যমে তুলে ধরেছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বর্তমান প্রজন্মের কাছে এখন ইতিহাসকে পরিবর্তন করে পড়ানো ও বোঝানো হচ্ছে। কিন্তু তা ঠিক নয়। তাই হাওড়া জেলা কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেল ও শিবপুর ব্লক কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেল এ ব্যাপারে এগিয়ে আসে। দেশের সত্য ইতিহাস সকলের কাছে তুলে ধরতেই আমাদের সকলের মিলিত এই প্রয়াস। এই ডিভিডি নির্মাণে প্রত্যেকেই প্রচুর সহযোগিতা করেছেন।

There is no slider selected or the slider was deleted.