এই মুহূর্তে জেলা

রাজনীতিতে যোগদানের জল্পনা বাড়িয়ে দিলেন প্রাক্তন পুলিশ কমিশনার হুমায়ুন কবীর।


হুগলি , ৩১ জানুয়ারি:- রাজনীতিতে যোগদানের জল্পনা বাড়িয়ে দিলেন সদ্য পদত্যাগ করা চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার হুমায়ুন কবীর।এদিন তিনি তার পুলিশ কর্মজীবনে ইতি টানলেন হুমায়ুন কবীর।আজ তার চুঁচুড়ায় সমস্ত কাজ সেরে বেরিয়ে যাওয়ার সময় আমাদের সামনে মুখোমুখি হয়ে বেশকিছু প্রশ্নের উত্তর দেন। হুমায়ুন কবীর ইস্তফা দেওয়ার পরেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছিল যে তিনি এবার রাজনীতিতে যোগদান করতে পারেন। এদিন সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন এখন আগে তার লেখালিখির দিকে বেশি সময় দেবেন, আর যদি ভালো কোনো প্রস্তাব আসে তাহলে মানুসের জন্য কাজ করতে অবশ্যই রাজনীতির মঞ্চে আসতে পারেন বলেও জানান হুমায়ুন কবীর। এদিন ভারতীয় রাজনীতিতে জাতপাতের ভেদাভেদ নিয়েও হুমায়ুন কবীর জানান এখন এটা প্রকট হচ্ছে যেটা উচিৎ না। কড়া হাতে আইন সামলানোর সাথে লেখালিখির জন্যও মানুষের কাছে বিশেষ পরিচিত হুমায়ুন কবীর।

পুলিশ কমিশনারের দায়িত্ব নেওয়ার পরেই কড়া হাতে ক্রাইম দমন করেছেন হুগলি জেলায়। এবার জীবনে নতুন অধ্যায়। তবে এদিন চুঁচুড়া থেকে বেরিয়ে যাওয়ার সময় বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জীর সমালোচনা করেন প্রাক্তন পুলিশ কমিশনার। কারণ হুমায়ুন কবীর ইস্তফা দেওয়ার পরেই তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ নিয়ে সোচ্চার হয়েছিলেন লকেট। সেই বিষয়ে হুমায়ুন কবির বলেন লকেট মহিলা হিসাবে অবশ্যই ভালো কিন্তু তিনি এখন অসৎ সঙ্গে পরে এইসব বাজে কথা বলছেন যার কোনো ভিত্তি নেই। তবে উল্লেখযোগ্য ভাবে ভালো প্রস্তাব এলে মানুষের জন্য কাজ করতে রাজনীতিতে আসতে পারেন বলায় রাজনৈতিক মহল কিন্তু মনে করছে প্রাক্তন পুলিশ কমিশনার তথা বিশিষ্ট লেখক হুমায়ুন কবীরের রাজনীতিতে আসা হয়তো এখন শুধু সময়ের অপেক্ষা।