হুগলি , ২৮ জানুয়ারি:-নির্বাচনের ভোট বাক্সে জুট মিল শ্রমিকদের ভোট আদায় করতে হুগলির রিষড়া জনসভায় শুভেন্দু অধিকারীর প্রতিশ্রুতি। ভয় একদম পাবেন না। মোদীজী আমাকে দায়িত্ব দিয়ে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান করেছেন। আপনাদের সমস্যা রয়েছে। সমস্যা মেটানোর দায়িত্ব আমাদের। পদ্মফুলে ভোট দিন। এই ভোটে তৃনমূল কংগ্রেস কে পরাজিত করতে হবে। গঙ্গা তীরবর্তী চন্দননগর থেকে উত্তর হাওড়া ও ব্যারাকপুর, কামারহাটি তে ‘কমল কে নিশান পর চুনাহ কর না হোগা’। তৃনমূল কংগ্রেস প্রাইভেট লিমিটেড পার্টি কো ইস চুনাও কো উখার ফেকনা হোগা। বৃহস্পতিবার রাতে রিষড়ায় জনসভায় বলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। আগামী ৩০ ও ৩১ তারিখের মধ্যে হাওড়া ও হুগলি জেলায় তৃণমূল দলে আর কেউ হয়তো থাকবেনা। রিষড়ায় বিজেপির সভা থেকে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
এদিন রিষড়া পোড়া মাঠে বিজেপির পক্ষ থেকে এক বিশাল জনসভা ও যোগদান মেলার আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন সাংসদ অর্জুন সিং, সায়ান্তন বসু ও প্রধান বক্তা হিসেবে শুভেন্দু অধিকারী সহ বিজেপি দলের নেতা কর্মীরা। এদিনের সভায় প্রথম থেকেই আক্রমনাত্মক ভূমিকায় বক্তব্য শুরু করেন শুভেন্দু অধিকারী। সভা থেকে সরাসরি তৃণমূলের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন আগামী বিধানসভা ভোটে বিজেপি হুগলি জেলায় ১৮ টা আসনেই জিতবে। আর আগামী ৩০ ও ৩১ তারিখের মধ্যে হাওড়া ও হুগলি জেলায় তৃণমূল দলে আর কেউ থাকবে না। এছাড়াও এদিন সভা থেকে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জীকে আক্রমণ সানান শুভেন্দু অধিকারী। এছাড়াও শুভেন্দু সভা থেকে মমতা ব্যানার্জী ও অভিষেক ব্যানার্জীকেও আক্রমণ সানান। তৃণমূল দলের একের পর এক বেসুরো নেতাদের কথা বলতে গিয়ে জানান আগামী ৩০ ও ৩১ তারিখের মধ্যে হাওড়া ও হুগলি জেলায় তৃণমূল দলে আর কেউ থাকবে না।