এই মুহূর্তে জেলা

মুখে বঙ্গাল , বিজেপি কাঙ্গাল ; পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে কটাক্ষ মমতার।

পুরুলিয়া, ১৯ জানুয়ারি:- মুখে বঙ্গাল, বিজেপি কাঙ্গাল; পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে কটাক্ষ মমতার। মঙ্গলবার পুরুলিয়ার হুটমুড়া হাইস্কুলের ফুটবল ময়দানেজনসভা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের এই জনসভা থেকে বিজেপিকে তুলোধনা করেন মমতা। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে নিশানা করে তিনি বলেন, ‘পুরুলিয়া প্রথম ভাষা আন্দোলনের সাক্ষী।পুরুলিয়া কখনও বহিরাগতদের কাছে মাথা নত করেনি। বিজেপি আসলে পুরুলিয়া থাকবে না, রূপসী বাংলা থাকবে না। মাওবাদীদের থেকে বিজেপি আরও ভয়ঙ্কর’।’নির্বাচন এলে বঙ্গালের কথা মনে পড়ে! নির্বাচনের সময় মন্ডা-মিঠাই খাওয়াবে। আর ভোট মিটলে কাঁচকলা খাওয়াবে।’ তিনি আরও বলেন, তিনি বলেন,“কখনও বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, কখনও রবীন্দ্রনাথের মূর্তি ভাঙে। ভোটের সময় বাংলার কথা মনে পড়ে। বাংলাটাও ঠিক করে বলতে পারে না। বাংলাকে বলে বঙ্গাল। মুখে বঙ্গাল, বিজেপি কাঙ্গাল।

বাংলা সম্পর্কে কিস্যু জানে না। মিথ্যে কথা বলে ভোট নিয়ে পালায়। বহিরাগতদের কাছে মাথা নোয়াবেন না।“ মমতা বলেন, ‘পুরুলিয়া প্রথম রাজ্য, যেখানে প্রথম ভাষা আন্দোলন হয়। পুরুলিয়া বহিরাগতদের কাছে মাথা নত করেনি। আদিবাসীদের জন্য কাজ করেছে রাজ্য সরকার। বীরসা মুণ্ডাকে অপমান করেছে, অন্যের ছবিতে মালা দিয়েছে। ভুল বুঝিয়ে ভোট নিয়ে পালিয়ে গিয়েছে দিল্লি। বিজেপিকে আক্রমণ করে তৃণমূলনেত্রী এদিন আরও বলেন, ‘ফেক ভিডিও ছড়াচ্ছে বিজেপি। একদম ওদের বিশ্বাস করবেন না।লোকসভা নির্বাচনে মিথ্যা কথা বলে ভোট নিয়ে পালিয়ে গেল। যখন নির্বাচনের সময় বিজেপি নেতারা আসবেন, তাড়িয়ে দেবেন।’দলত্যাগীদের নিশানা করে মমতা এদিন বলেন,’যাঁরা চলে যাচ্ছেন, বুঝবেন আপদ বিদেয় হয়েছে। তিন ধরনের লোক রয়েছে রাজনীতিতে। লোভী, ভোগী, ত্যাগী’। উল্লেখ্য, সোমবার নন্দীগ্রামের সভাতেও তৃণমূল নেত্রীর গলায় এই মন্তব্য শোনা গিয়েছে।

এছাড়াও পুরুলিয়ায় রাজ্য সরকারের বিভিন্ন কাজের কথা তিনি তুলে ধরে, আশ্বাস দেন কর্ম সংস্থানের। পাশাপাশি শিক্ষার্থীদের ট্যাবের টাকা কিছুদিনের মধ্যেই অ্যাকাউন্টে ঢুকে যাবে বলে জানান তিনি। অন্যদিকে এদিনের এই জনসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকা বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায় বিজেপিকে কটাক্ষ করে বলেন,’বিজেপি মানুষের জন্য কাজ করছেন? যে নেতারা এত কথা বলছেন, তাঁদের জিজ্ঞেস করুন তো, GST-র টাকা কেন দেয়নি? কেন নতুন সংসদ ভবন বানানো হচ্ছে? কীসের প্রয়োজন নতুন সংসদ ভবনের? সংসদ ভবনের থেকে খাবার, মাথার ছাদ অনেক প্রয়োজন।’ আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ময়দানে নেমেছে সকল রাজনৈতিক দল, তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার পুরুলিয়ার হুটমুড়া হাইস্কুলের ফুটবল ময়দানে জনসভায় যোগ দিলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।