এই মুহূর্তে কলকাতা

বোলপুরে মুখ্যমন্ত্রীর সঙ্গে থেকেও নিজের ক্ষোভের কথা কেন জানালেন না শতাব্দী , প্রশ্ন তৃণমূল নেতৃত্বের।

কলকাতা , ১৫ জানুয়ারি:- বোলপুরে মুখ্যমন্ত্রীর সঙ্গে পদযাত্রায় পাশে হেঁটেছিলেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। তার পরেও নিজের ক্ষোভের কথা কেন মমতাকে জানালেন না শতাব্দী ? এই প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। দলের বিরুদ্ধে ক্ষোভ ক্ষোভ জানিয়ে এদিনই দিল্লি রওনা হয়েছেন শতাব্দী। শনিবার অমিত শাহের সঙ্গে তিনি দেখা করতে পারেন বলে জল্পনা চলছে। সৌগত বলেন, আমি শতাব্দীকে ফোনে ধরতে পারিনি। আমি অনুরোধ করবো সবার সঙ্গে কথা না বলে তিনি যেন কোনো সিদ্ধান্ত না নেন।

শতাব্দী ক্ষোভ নিয়ে সৌগত বলেন, ওর যদি কোন সমস্যা থাকে তাহলে সেটা দলে বলতে পারতেন। এখনো বললে সমস্যা মিটাতে পারে। উনি তো বোলপুরে মুখ্যমন্ত্রীর সঙ্গে হেঁটেছিলেন। তাও যদি মুখ্যমন্ত্রীকে সমস্যার কথা বলতে না পারেন তাহলে সেটা দুর্ভাগ্যের। পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ওর কোন সমস্যা হয়ে থাকলে সেটা সুব্রত বক্সী পার্থ চট্টোপাধ্যায় সুব্রত মুখোপাধ্যায়দের বলতে পারতেন। তবে আমরা তৃণমূলে এক সঙ্গেই আছি। আমার মনে হয় না দলে কোন সমস্যা আছে।’