কলকাতা, ৭ জানুয়ারি:- ২৬ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আগামীকাল শুরু হচ্ছে। চলবে ১৫ ই জানুয়ারি পর্যন্ত। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আগামীকাল দুপুরে নবান্ন সভাঘর থেকে ভার্চুয়াল পদ্ধতিতে এবারের উৎসবের উদ্বোধন করবেন। ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান। আগামীকাল রবীন্দ্রসদনে দাদা সাহেব ফালকে প্রাপক সদ্য প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত ও অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় পরিচালিত অপুর সংসার ছবি দিয়ে উৎসবের সূচনা হবে। কোভিড পরিস্থিতির কারণে প্রথাগত সময়সূচী নভেম্বর এর পরিবর্তে এ বছর উৎসব শুরু হচ্ছে জানুয়ারিতে।
৪৫টি দেশের ১৩১ টি ছবি এবারের উৎসবে প্রদর্শিত হবে। অন্যান্যবারের মতো এ বছরেও থাকছে প্রতিযোগিতা বিভাগের পাশাপাশি শতবার্ষিকী শ্রদ্ধার্ঘ্য, সমকালীন বিশ্ব চলচ্চিত্র ও বেঙ্গলি প্যানোরামা। তবে এবার শুধুমাত্র সরকারি প্রেক্ষাগৃহ নন্দন ১, ২, ৩, শিশির মঞ্চ, রবীন্দ্র সদন, চলচ্চিত্র শতবর্ষ ভবন, রবীন্দ্র ওকাকুড়া ভবন ও কলকাতা তথ্য কেন্দ্রে চলচ্চিত্র উৎসবের ছবিগুলি প্রদর্শিত হবে। প্রেক্ষাগৃহের মোট আসন সংখ্যার অর্ধেক আসন দর্শকদের জন্য সংরক্ষিত থাকবে। ছবি দেখার জন্য বুক মাই শো মোবাইল এপ্লিকেশনের মাধ্যমে অনলাইনে ২ দিন আগেই বুকিং করতে হবে। তবে এবার বিনামূল্যেই ছবি দেখা যাবে। অন্যান্যবারের মতো এবার কোভিড পরিস্থিতির কারণে ‘পাড়ায় পাড়ায় সিনেমা’ প্রদর্শন বন্ধ রাখা হচ্ছে।