এই মুহূর্তে জেলা

নাম না করে রাজ্যপালকে হোয়াইট এলিফেন্ট বলে কটাক্ষ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ।

বাঁকুড়া , ৩ জানুয়ারি:- আমি ওকে বলি হোয়াইট এলিফেন্ট, সাদা হাতি। সাদা হাতি পুষতে যত খরচা হয়, তেমনি ওকে রাখতে তেমনি খরচা। দার্জিলিং যাওয়ার পথে শিলিগুড়িতে প্রেস কনফারেন্স করে বলল এরপর মুখের অঙ্গভঙ্গি করে কটাক্ষ করেন নাম না করে রাজ্যপালকে। শেষে আরে কোথা থেকে পেলিফিগার বলেই সন্বোধন তৃনমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আজ বাঁকুড়ার মেজিয়ার শ্রীনগর কলোনি এলাকার একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এভাবেই কটাক্ষ নেমে আসে রাজ্যপাল জাগদীপ ধনকার এবং সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও। তিনি বক্তব্য দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায় গাছের তলায় ছিলে বলে এত বড় হয়েছ।

না হলে কেউ তোমায় চিনত না। তিন তিনটে দপ্তরের মন্ত্রী, তিনখানা গভর্মেন্ট চেয়ারম্যান, আর কিছু দেওয়ার বাকি ছিল। বলে আমার কোনো লোভ নেই, যেন স্বামী বিবেকানন্দ আহা রে। আমার কোন লোভ নেই রামকৃষ্ণদেব। কি আর বাকি ছিল। আজ মমতা বন্দ্যোপাধ্যায় খুব খারাপ লোক একটা জিনিস বাকি ছিল মমতাদি দেননি বলে, বাবা আয়, বাবা আয়, বাবা তুই কাঁথির মেজবাবু আয় কাজু বাদাম খা, সোনা আমার, আয় মুখ্যমন্ত্রীর সিট-টায় বসে পড় বলে নাম না করে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী কে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।