হুগলি , ৩০ ডিসেম্বর:- তুমি যতই কুড়ি ফোটানোর চেষ্টা করো কিন্তু রামনবমীর আগে কাথির মেজবাবু তুমি দাঙ্গা লাগানোর চেষ্টা করলে আমরা ছেরে দেব না। বাংলার মাটিতে তোমায় আমরা পিষে মেরে দেবো। মঞ্চ থেকে নাম না করে শুভেন্দুকে হুমকি কল্যাণ ব্যানার্জির। হুগলির রিষড়ায় তৃণমূলের দলীয় সভা থেকে। বুধবার এই সভা থেকে তিনি আরো বলেন কুড়ি ফোটানোর কথা বলছে, ওরা চাইছে রামনবমীর আগে রাজ্যে সাম্প্রদায়িক হিংসা করতে কিন্তু আমরা ছেড়ে দেব না কারন মমতা ব্যানার্জি যখন হাঁটবে তখন সেই কুড়ি পায়ের তলায় রামনবমী কেন দোলযাত্রা পর্যন্ত পৌঁছাতে পারবি না। একইসাথে তিনি বলেন ভারতবর্ষের এই প্রধানমন্ত্রীর সময় লাধাখে ৬৪ কিলোমিটার রাস্তা দখল হয়ে গেছে। প্রধানমন্ত্রী মাথা নিচু করে আছে, যদি ক্ষমতা থাকে তাহলে লাদাকের ৬৪ কিলোমিটার দখল করে পদ্ম ফোটা তাহলে বুজবো তুই বাপের ব্যাটা না হলে হরিশ চ্যাটার্জির ধারে কাছে আসতে পারবি না।
ভেবেছিল একাই বাজার মাত করে দেবে। আর আমরা ভয়ে ভয়ে থাকব। বোলপুরে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৫ কিমি রাস্তা হেঁটেছেন। লাখো লাখো মানুষ নেত্রীর সঙ্গে সামিল হয়েছেন। এখন যদি নেত্রী রাস্তায় হাঁটেন তাহলে পদ্ম ফুলের কুড়ি দলে মুছে সাফ হয়ে যাবে। দলের নেতা কর্মীদের চাঙ্গা করতে কল্যাণ বক্তব্যের শেষ বলেন। এখন সময় হয়েছে জোট বেধে বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। নেতা কর্মীরাই আমাদের আসল সম্পদ সেতাই নেত্রী বলেছেন। আমরা নেত্রীর নির্দেশ মেনেই নীচু তলার কর্মীদের মাধ্যমে লরাই সংগঠিত করব। বাড়ি বাড়ি যাব। মানুষের পাশে দাড়াব। দেখি বিজেপি কী ভাবে আমাদের আটকায়। কল্যাণ বন্দোপাধ্যায় ছাড়াও এদিনের সভায় উপস্থিত ছিলেন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার, বিধায়ক সুদীপ্ত রায়, বিজয় সাগর মিশ্র, জাহিদ হাসান খান, মনোজ গোস্বামি, অভিজিৎ দাস, শুভজিত সরকার সহ অন্যান্ন নেতা কর্মীরা।