ব্যারাকপুর , ২৮ ডিসেম্বর:- উপসর্গহীন ভাইরাস নিয়ে কতজন তৃনমূল ছাড়ছে,সেটা আগে অভিষেক দেখুক। সোমবার আগরপাড়ায় এক সাংবাদিক বৈঠকে এভাবেই যুবরাজকে নিশানা করলেন কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। প্রসঙ্গত,রবিবার ডায়মন্ডহারবারের সভায় তৃনমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে উপসর্গহীন ভাইরাস বলে আখ্যা দিয়েছিলেন। এদিন আগরপাড়ায় সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেন,ওরা এতদিন তাহলে কি ভাইরাস পালন করেছে। আগে অভিষেক খুঁজুক কারা দল ছাড়ছে। এদিন কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী বলেন,বিজেপির পরম্পরা মুখ্যমন্ত্রীর মুখ ছাড়াই নির্বাচনে লড়াই করা। নির্বাচনে জিতে আসার পর ঠিক হয়,কে মুখ্যমন্ত্রী হবেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সূরে সুর মিলিয়ে তিনি বলেন,বাংলার কোনও ভূমিপুত্রই মুখ্যমন্ত্রী হবেন। মা-মাটি-মানুষ সরকারকে নিশানা করে তিনি বলেন, করোনা ও আমফান পরিস্তিতিতে বাংলায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল কেন্দ্রীয় সরকার।
কিন্তু ভোট ব্যাঙ্ক বজায় রাখতে রেশন সামগ্রী লুঠ করা হয়েছে। ২৭০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। হাই কোর্টের নির্দেশে সেই দুর্নীতির সি এ জি তদন্ত চলছে। সি এ জি তদন্তে দিদিমণির এত ভয় কিসের ? প্রশ্ন কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের। যদি দিদিমণি কিংবা দিদিমণির লোকজনেরা নির্দোষ হন,তাহলে উচ্চ আদালতে গিয়ে কেন যেতে হল ? সেই প্রশ্নও এদিন তুলে ধরলেন কেন্দ্রীয় মন্ত্রী। সৌরভ গাঙ্গুলী প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এদিন কেন্দ্রীয় মন্ত্রী বলেন,সৌরভ দলে আসতে চাইলে ওকে স্বাগত। নয়া ভারত গড়ার লক্ষে কেউ যদি সহযোগিতা করে তাহলে তাতে দলের শক্তি বৃদ্ধি পাবে। এদিন সকালে তিনি পানিহাটির দত্ত রোডে আর নয় অন্যায় কর্মসূচির অঙ্গ হিসেবে গৃহসম্পর্ক অভিযান করেন। তিনি বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিলি করলেন। এদিন মন্ত্রীর সঙ্গে ছিলেন কলকাতা উত্তর শহরতলি জেলার সভাপতি কিশোর কর,সাধারণ সম্পাদক চন্ডীচরণ রায়। এদিন সন্ধেতে কেন্দ্রীয় মন্ত্রী আগরপাড়া সেন বাজারে চা চক্র অনুষ্ঠানে হাজির ছিলেন।