বাঁকুড়া ,২৬ ডিসেম্বর:- সকালেই হাতির আতঙ্ক বাঁকুড়ায়। বাঁকুড়ার ১ নম্বর ব্লকের কালপাথর গ্রামে ঢুকে পড়ল পড়ে একটি দলছুট হাতি। স্থানীয় সূত্রে খবর,স্থানীয় ছোটগড়া জঙ্গল থেকে ওই গ্রামে ঢুকে পড়ে হাতিটি। গ্রামে ঢুকতেই গ্রামে ছড়িয়ে পড়ে আতঙ্ক। স্থানীয় সূত্রে খবর এর আগে কখন এই একাকায় হাতির দেখা মিলেনি। তাই হাতি দেখে নতুন করে চিন্তিত এলাকার মানুষ।
Post Views: 311