এই মুহূর্তে কলকাতা

চিনসুরা সুইমিং ক্লাবে ভয়াবহ আগুন।

হুগলি , ২৫ ডিসেম্বর:- চুঁচুড়া শহরের গর্ব চিনসুরা সুইমিং ক্লাব। সাঁতার প্রশিক্ষনের পাশাপাশি শহরে একমাত্র এই প্রশিক্ষন কেন্দ্রেই রয়েছে সন্তরনের বিশেষ ইভেন্ট ডাইভিং প্রশিক্ষনের ব্যাবস্থা। চুঁচুড়া আদালত লাগোয়া এই সন্তরন কেন্দ্রই বৃহস্পতিবার রাতে ভয়াবহ আগুনের কবলে পরলো। ঘটনায় একটি দমকল ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রনে আনলেও এই আগুন লাগার ঘটনা একাধিক প্রশ্নচিহ্নে দাঁড় করিয়েছে প্রশাসনকে। কারন সম্পত্তির মালিকানা হিসাবে এই সন্তরন কেন্দ্র হুগলি জেলা পরিষদের আসীন। কিন্তু বাম আমলে তৈরী হওয়া এই কেন্দ্র চুঁচুড়ায় ক্রীড়াপ্রেমীরা নির্বাচনের নিরিখে পরিচালনা করে। চুঁচুড়াবাসীর অভিযোগ সেইমত বাম যাওয়ার পরই তৃণমূলের ভেগধারী কিছু মানুষ এই সন্তরন কেন্দ্রে নিজেদের অস্তিত্ব বহাল রাখে।

সেইমত বিয়ে বাড়ি হিসাবেও ভাড়া দেওয়া হয় চিনসুরা সুইমিং ক্লাবকে। অনুষ্ঠান বাড়ি ভাড়া দিতে দিতে সেই ক্লাবের সুবিশাল ফাঁকা অংশ হয়ে উঠেছিলো ডেকরেটরদের গোডাউন। সারি-সারি বাঁশ সাজানো থাকতো সেখানে। বৃহস্পতিবার রাতে কোনভাবে সেই বাঁশের মধ্যেই আগুন লাগে। পাশেই রয়েছে পুলিশ লাইন, ডিএম অফিস সর্বোপরি চুঁচুড়া আদালত। ফলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে ওই এলাকায়। পরে দমকলের একটি ইঞ্জিন গিয়ে বেশকিছুক্ষনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। এবিষয়ে বিজেপি নেতা স্বপন পালের কটুক্তি খেলার জায়গাকেও রাজ্য সরকার ব্যাবসায় পরিনত করেছে। যার ফলে এই ঘঞনা ঘটেছে।