এই মুহূর্তে জেলা

সুজাতার দল ছাড়ার পর বিবাহ বিচ্ছেদের আইনি নোটিশ তা কতটা স্বীকৃত এই নিয়ে প্রশ্ন চন্দ্রিমার।

হুগলি , ২২ ডিসেম্বর:- দল ছেড়ে অন্য দলে যোগদান করলেই বিবাহ বিচ্ছেদের গ্ৰাউন্ড হতে পারে কী ? এটা কি আইনি ? স্বীকৃতি পায় ? এই ধরনের বিবাহ বিচ্ছেদের নোটিশে ? তাহলে বলবো মহিলাদের সম্মান যেন সবাই দেয়। সে যে কোন দল করতে পারে। ‘সুজাতা খাঁ’ এর তৃনমুলে যোগদান প্রসঙ্গে সৌমিত্র খাঁ এর বিবাহ বিচ্ছেদ নোটিশ পাঠানো প্রসঙ্গে মন্তব্য করলেন রাজ‍্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। হরিপালে তৃনমুল মহিলা কংগ্ৰেসের সাংগঠনিক সভায় এসে একথা বলেন রাজ‍্যের মন্ত্রী। ‘খাঁ’ পদবী থেকে মুক্তি দেওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমার বৈবাহিক ‘বসু’ পদবী আমি ব‍্যবহার করিনা। আমি ‘ভট্টাচার্য’ পদবী ব‍্যবহার করি। তাতে আমার স্বামীরাজ্যের শশুড়বাড়ির কোন অসুবিধা হয় না। আমি শশুড়বাড়িতে স্বামীর সাথে থাকি। তাই খাঁ পদবী থেকে মুক্তি দিলাম একথা টা ঠিক নয়। তাছাড়া প্রাপ্ত বয়স্ক মহিলা ভারতীয় গনতন্ত্র ও সাংবিধানিক ক্ষমতা অনুযায়ী যে কোন দল করতে পারে। য়ারা এটা মনে করে তারা রাজনৈতিক প্রভাব ও ব‍্যাঙ্কের টাকা বাড়াবার জন‍্য করে।