এই মুহূর্তে জেলা

শেওরাফুলিতে রাস্তার ওপর চপ ভেজে অভিনব প্রতিবাদ বিজেপির।

হুগলি ,১২ ডিসেম্বর:- হুগলি জেলার শেওরাফুলি ফাঁড়ির মোড়ে জিটি রোডের ধারে চপ,বেগুনি ভেজে অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করলো বিজেপি দলের নেতা কর্মীরা। এদিন বিজেপি জানায় যে রাজ্যের মুখ্যমন্ত্রী বেকার যুবকদের জন্য কিছু ভাবছেনা।রাজ্যে কর্মসংস্থান নেই। নতুন কোনো শিল্প হয়নি।ফলে রাজ্যে শিক্ষিত বেকার যুবকদের সংখ্যা বেড়ে যাচ্ছে।

রাজ্যের তৃণমূল সরকার শুধু বেকার যুবকদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে। আর চাকরির কথা বললে মুখ্যমন্ত্রী চপ ভাজার নিদান দিচ্ছে।তাই তার প্রতিবাদে শেওরাফুলি ফাঁড়ির মোড়ে চপ,বেগুনি ভেজে অভিনব প্রতিবাদে সামিল হলো বিজেপি দলের নেতা কর্মীরা।এদিন অবশ্য বিজেপির এই প্রতিবাদ কর্মসূচিকে কটাক্ষ করেন বৈদ্যবাটির তৃণমূল নেতা সুবীর ঘোষ। তিনি বলেন বিজেপি শুধু টিভিতে মুখ দেখাবার রাজনীতি করছে,মানুষ সেটা বুঝতে পারছে। আর তৃণমূল সরকার মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে কাজ করছে।