এই মুহূর্তে জেলা

বঙ্গধনির কর্মসূচিতে জনজোয়ার রিষড়ায়।


তরুণ মুখোপাধ্যায় , ১১ ডিসেম্বর:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বঙ্গধ্বনি কর্মসূচির আজ সূচনালগ্নে হুগলির বিভিন্ন প্রান্তে মিছিলের মাধ্যমে এই কর্মসূচি পালন করা হলো। এদিন শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রের দুটি বিশাল মিছিল এলাকা পরিক্রমা করে। শ্রীরামপুর বটতলা থেকে মহেশ এবং রিষড়ার বাঘখাল থেকে মাহেশ পর্যন্ত এই মিছিলে কয়েক হাজার মানুষ ও তৃণমূল কর্মীরা পা মেলান। এ ব্যাপারে বলতে গিয়ে হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল তার সরকারের ১০ বছরের কাজের রিপোর্ট সেই রিপোর্ট কার্ড পেশ করেছেন। এবং যেভাবে এই ১০ বছরে রাজ্যের প্রভূত উন্নতি হয়েছে তা লিপিবদ্ধ করে মানুষের কাছে পৌঁছে দেয়া হচ্ছে। রাজ্যের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় এর কাজের যে ধারা তার প্রতি সমর্থন জানিয়ে তৃতীয়বারের জন্য আবারে রাজ্যে তৃণমূল সরকারকে নিয়ে আসবে।

তবে বিরোধীদলের পক্ষ থেকে কিছু কিছু জায়গায় গন্ডগোল পাওয়ার চেষ্টা করা হচ্ছে তা থেকে আমাদের সবাইকে সাবধানে থাকতে হবে। অন্যদিকে রিষড়ার পৌরপ্রশাসক বিজয সাগর মিস্র জানান যে আজকে বঙ্গধ্বনির যে কর্মসূচি তাতে জনজোয়ার দেখা দিয়েছে। বাংলার মানুষ আজ দিদির পাশে এবং আগামী দিনেও এ রাজ্যে দিদি আবার যে ক্ষমতায় আসছে তা মানুষ এই মিছিলের মাধ্যমে স্পষ্ট করেছে। এ দিনের মিছিলে পুরোভাগে ছিলেন শ্রীরামপুরের বিধায়ক ডাক্তার সুদীপ্ত রায় সহ রিষড়া এবং শ্রীরামপুর পুরসভার প্রাক্তন কাউন্সিলর এবং হাজার হাজার তৃণমূল কর্মী।