এই মুহূর্তে জেলা

সরকারী জমি বেআইনিভাবে বিক্রী করে দেওয়ার অভিযোগ তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে।

সোজাসাপটা ডেস্ক,১৩ জানুয়ারি:- সরকারী জমি বেআইনিভাবে বিক্রী করে দেওয়ার অভিযোগ তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। সোমবার এই মর্মে পঞ্চায়েত প্রধানের কাছে এলাকাবাসীরা একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বাসিন্দাদের কথা মেনে নিয়ে এই জমি সংক্রান্ত বিষয়ে একটি বৈঠক ডাকে পঞ্চায়েত। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার অন্তর্গত সুকান্তনগর ভাগারধার এলাকায়। প্রসঙ্গত এই ভাগারেই হুগলি-চুঁচুড়া পৌরসভা ও কোদালিয়া-১ও২ নম্বর পঞ্চায়েত ময়লা ফেলে। সেই ভাগারের সামনের একটি ফাঁকা অংশে স্থানীয় কালী মন্দির ও কোদালিয়া ১নম্বর পঞ্চায়েতের ভ্যাটের গাড়ি থাকতো। বছর খানেক আগে ওই মন্দির কমিটিকে পঞ্চায়েত জলের পাম্প বসানোর জন্য জন্য জায়গাটি ছাড়ার অনুরোধ জানালে তঁারা ওই জায়গা ছেড়ে মন্দিরটি সামনের দিকে এগিয়ে নিয়ে আসে।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                                                                                                                             অভিযোগ সেখানে পাম্পও হয়নি আর ভ্যাটের গাড়িগুলি এখন রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। পুরো জমিটিই স্থানীয় পঞ্চায়েত সদস্য বলরাম শিকারী বিক্রী করে দিয়েছে বলে অভিযোগ। আজ অভিযুক্ত বলরাম শিকারীর দেখা না পাওয়া গেলেও এবিষয়ে কোদালিয়া ১নম্বর পঞ্চায়েতের উপপ্রধান দেবাশীষ চক্রবর্তী বলেন আমি অভিযোগ পেয়েছি। আগামী ২০তারিখ স্থানীয়দের সাথে এবিষয়ে পঞ্চায়েতে মিটিং ডেকেছি। যদি ওটা সরকারী জমি হয় তাহলে অবশ্যই আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.