এই মুহূর্তে জেলা

দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে বিজেপি সাংসদ লকেট

হুগলি , ১ ডিসেম্বর:- দলীয় কর্মী সভা করতে এসে দলের কর্মিদের বিক্ষোভের মুখে পড়ল হুগলি লোকসভার সাংসদ লকেট চট্টোপাধ্যায়। মঙ্গলবার পান্ডুয়া ব্লকের পাঁচগড়া গ্রামে একটি কর্মী বৈঠক বৈঠকের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত হয় সাংসদ লকেট চট্টোপাধ্যায় জেলা, হুগলি জেলা সাংগঠনিক সভাপতি গৌতম চ্যাটার্জি সহ অন্যান্য নেতাকর্মীরা। লকেট চট্টোপাধ্যায়কে দেখতে এলাকায় জমে বহু মানুষের ভিড়। কর্মীদের দাবি বৈঠকের পরে পাঁচগড়ার একটি কালী মন্দির সাংসদের পূজো দেওয়ার কথা ছিল,

কিন্তু বৈঠক শেষে তিনি কালীমন্দিরে না গিয়ে, তার গাড়িতে উঠে পরেন চুঁচুড়ার উদ্দেশ্যে। তখনই বিজেপি কর্মীরা সাংসদের গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে থাকেন। কর্মীরা অনেক অনুরোধ করে গ্রামের কালী মন্দিরে একটিবার যাবার জন্য। কিন্তু সাংসদ কর্মীদের কথা কোনরূপ কর্ণপাত না করে গাড়ি থেকে নামেনি। পরবর্তী ক্ষেত্রে পান্ডুয়া থানার পুলিশ এসে বিক্ষোভকারীদের গাড়ির সামনে থেকে সরিয়ে দিয়ে। লকেট চ্যাটার্জিকে যেতে সাহায্য করেন। এরই ফলে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে একটি চাপা উত্তেজনার সৃষ্টি হয়।