কোচবিহার , ৩০ নভেম্বর:- আগামী ১৫ তারিখ কোচবিহারে আসছেন রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সুত্রে জানা গেছে, আগামী ১৫ তারিখ কোচবিহারের দলীয় কর্মসূচীতে যোগদান করবেন। তবে ওই কোথায় ওই দলীয় কর্মসূচী হবে তা এখন ঠিক করা হয় নি। এবিষয়ে কোচবিহার জেলার তৃনমূল কংগ্রেসের সভাপতি পার্থ প্রতিম রায় বলেন, সম্ভাব্য আগামী ১৫ তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংগঠনিক একটি কর্মসূচীতে আসবেন। তবে ওই দলীয় কর্মসূচী কোথায় কিভাবে হবে তা এখন ঠিক করা হয় নি। প্রসঙ্গত, গত সোমবার সাংসদ নিশীথ প্রামাণিকের হাত ধরে দিল্লিতে বিজেপির সদর দফতরে গিয়ে বিজেপিতে যোগ দেন মিহির গোস্বামী। তাঁর পর তিনি দলের সাথে ৩০ বছরের সম্পর্ক নিজের ফেসবুক প্রোফাইলে স্ট্যাটাস দিয়ে ছিন্ন করার কথা ঘোষণা করে বিজেপিতে যোগদান করেন তিনি। এই পরিস্থিতিতে কোচবিহার জেলা তৃনমূলের কংগ্রেসের অবস্থা কেমন রয়েছে তা সরেজমিনে তদন্ত করতেই তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহার আসছেন বলে রাজনৈতিক মহলের ধারনা।
Related Articles
গাঁজা চাষ আটকাতে যৌথ অভিযান পুলিশ-বিএসএফের, দুইদিনে ৩০০ বিঘা জমির গাঁজা গাছ নষ্ট।
কোচবিহার,৩১ জানুয়ারি:- এবার বেআইনি ভাবে চাষ করা গাজা গাছ নষ্ট করতে যৌথ ভাবে অভিযানে নামল পুলিশ ও বিএসএফ। আজ শীতলকুচি থানা এলাকার মাঘপালা ও ভোগডাবরি এলাকায় পুলিশ ও বিএসএফের যৌথ অভিযানে প্রায় ১০০ বিঘা জমির গাঁজা চাষ নষ্ট করা হয়। এদিন এই অভিযানে ছিলেন মাথাভাঙ্গা মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) শুভেন্দু মন্ডল, মাথাভাঙার সিআই প্রণব সাউ, […]
অভিষেক পত্নীকে আটকে অমানবিক কাজ করেছে ইডি, কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ৫ জুন:- অসুস্থ মাকে দেখতে যাওয়ার পথে অভিষেক পত্নীকে আটকে অমানবিক কাজ করেছে ইডি। এই ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকার ও তাদের এজেন্সি রাজের দিকে আঙুল তুলে আরও একবার কড়া আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর স্পষ্ট যুক্তি যুক্তি, এক্ষেত্রে ইডি আগেই বলতে পারত তুমি যেও না। অর্থাৎ বিমান বন্দরে তাঁকে আটক করার পিছনে […]
বালি ব্রিজের কাছে গঙ্গার ঘাট থেকে কয়েক ফুট লম্বা চন্দ্রবোড়া সাপ উদ্ধার হল।
হাওড়া,১২ ডিসেম্বর:- হাওড়ার বালি ব্রিজের কাছে গঙ্গার ঘাট থেকে একটি বিষধর বেশ কয়েক ফুট লম্বা চন্দ্রবোড়া সাপ উদ্ধার হল। বৃহস্পতিবার বিকেলে ওই সাপটিকে দেখতে পান এলাকার মানুষ। খবর ছড়িয়ে পড়তেই গঙ্গার পাড়ে ভিড় জমে যায়। স্থানীয় বাসিন্দারা বালি থানায় খবর দেন। জানানো হয় বনদপ্তরে। বনকর্মীরা পরে সেখানে এসে পৌঁছান। তবে এত বড় চন্দ্রবোড়া সাপ কিভাবে […]