কলকাতা , ১৬ নভেম্বর:- করোনা অতিমারীর আবহ বাদ সেধেছে অনেক কিছুতেই। দুর্গাপুজোর ঠাকুর দেখা থেকে শুরু করেআইপিএল বাঙালি জীবনের চেনা অনুষঙ্গে এবার ছেদ পড়েছে। কালীপুজোর বাজি পোড়ানোও এবছর স্থগিত রাখতে হয়েছে। সেই তালিকায় োযুক্ত হল বাঙালীর আরেক সার্বজনীন অনুষ্ঠান-ভাইফোঁটা। গণ পরিবহনের অপ্তুলতা থেকে সামাজিক দূরত্ব বিধির কারণে অনেক বাড়িতেই এবার ভাইফোঁটার অনুষ্টান হয়নি। কেউ কেউ অনুষ্ঠান কাটছাঁট করতে বাধ্য হয়েছেন। সেই তালিকায় রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাদ্যায়ও। নিজের বাড়িতে ভাইফোঁটার অনুষ্ঠান বাতিল করেছেন মুখ্যমন্ত্রী। করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বিধি বজায় রাখতেই এই পদক্ষেপ বলে তৃণমূল সূত্রে খবর। দলীয় সূত্রে খবর, এবার করোনার জন্য সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক। সেই সচেতনতা থেকেই দিদি এই সিদ্ধান্ত নিয়েছেন।
তবে যাঁদের তিনি নিয়ম করে প্রতিবার ফোঁটা দেন, তাঁদের সকলের বাড়িতে সোমবার ভাইফোঁটার দিন পৌঁছেছে দিদির উপহার। সকলকেই তিনি নিজে ফোন করে জানিয়েছেন, এবার সময়টা আলাদা। তাই এবার ভাইফোঁটার অনুষ্ঠান বাতিল করতে হচ্ছে। উৎসবের মরসুমে মমতার বাড়ির দু’টি অনুষ্ঠান অত্যন্ত জনপ্রিয়। এক, কালীপুজো এবং দুই, ভাইফোঁটা। প্রথমটিতে সকলেরই ঢালাও আমন্ত্রণ থাকে। দ্বিতীয়টিতে আমন্ত্রণ পান বাছাই লোকজন। তবে ভাইফোঁটা বাতিল করার আগে এই বছর করোনা আবহে কালীপুজোর আমন্ত্রণও সঙ্কুচিত করতে বাধ্য হয়েছেন মমতা। অন্যান্যবার কালীপুজোর দিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তাঁর কালীঘাটের বাড়িতে যে জনসমাগম দেখা যায়, এবার তা হয়নি। করোনা আবহে তা হওয়ার কথাও ছিল না। ভাইফোঁটা না হলেও মমতার ফোন এবং উপহার সকালেই পৌঁছে গিয়েছে ভাইদের হাতে।