স্পোর্টস ডেস্ক , ৬ নভেম্বর:- দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ খেলবে ইংল্যান্ড। ২৭ নভেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওডিআইয়ে মুখোমুখি হবে ভারত। এই ম্যাচ দিয়েই ভারতের অস্ট্রেলিয়া সফর শুরু হচ্ছে। একই দিনে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচ দিয়ে ইংল্যান্ডের দক্ষিণ আফ্রিকা সফর শুরু।নিউল্যান্ডস ক্রিকেট মাঠে প্রথম টি ২০ মহারণ দিয়ে মর্গ্যানদের প্রোটিয়া সফরে ঢাকে কাঠি। ২৭, ২৯ নভেম্বর এবং ১ ডিসেম্বর দুই দলের মধ্য়ে তিনটি টি-২০ ম্যাচ রয়েছে। এরপর ৪, ৬, ৯ ডিসেম্বর ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ৩টি ওডিআই খেলবে। এই দুই সিরিজের জন্য ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই দল ঘোষণা করেছে। আবুধাবিতে দীর্ঘ বায়ো বাবলে আইপিএল ২০২০ খেলার পর গুরুত্বপূর্ণ কিছু ক্রিকেটারকে বিশ্রামে পাঠাল ইংল্যান্ড। ইসিবি আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজে ইংল্যান্ডের বেন স্টোকস, জোফরা আর্চার ও স্যাম ক্যারানকে বিশ্রাম দিল। তবে টি-২০ সিরিজে তারা খেলছেন।
Related Articles
মদনের ছবিতে দুধ দিয়ে স্নান করানো নিয়ে বিরোধীদের কটাক্ষের জবাব দিলেন নিজেই।
উঃ২৪পরগনা, ২৬ আগস্ট:- মদন মিত্রের ছবিতে দুধ দিয়ে স্নান করানোর ঘটনায় কটাক্ষ করেছিল বিজেপি নেতৃত্ব। আর সেই বিজেপি নেতৃত্বের কটাক্ষের জবাব দিলেন কামারহাটি বিধানসভার বিধায়ক মদন মিত্র। বিধায়ক মদন মিত্র বলেন, বিরোধীরা যারা যে বলছেন খেতে না পেয়ে অনাহারে মানুষ মারা যাচ্ছে। তাদের তালিকা আমায় দিন।এক বছর তাদেরকে আমি খাওয়াবো। পাশাপাশি বিরোধীদের উদ্দেশ্যে বলেন বিজেপি […]
বনধ রুখতে ধোলাই-পেটাই এর স্লোগান মিছিল থেকে তৃণমূল বিধায়কের।
হুগলি, ২৭ আগস্ট:- বনধ রুখতে তৃণমূলের মিছিলে ধোলাই হবে, পেটাই হবে স্লোগান উঠল। নেতৃত্বে ছিলেন খোদ এলাকার বিধায়ক অসিত মজুমদার। আগামীকাল বিজেপির ডাকা বাংলা বনধের প্রতিবাদে মঙ্গলবার রাতে চুঁচুড়ার পিপুলপাতি থেকে মিছিল বের করে তৃণমূল। বলপূর্বক বিজেপি বনধ সফল করতে এলে ধোলাই হবে, পেটাই হবে স্লোগান তোলা হয়। মিছিল হাসপাতাল রোড ধরে ঘড়ির মোড় হয়ে […]
করোনা আতঙ্কের মধ্যে কোন্নগড়ে বোমার আতঙ্ক পুলিশকে যথেষ্ট দুশ্চিতায় ফেলেছে।
তরুণ মুখোপাধ্যায়,৭ এপ্রিল:- করোনা আতঙ্কের মধ্যেই সোমবার রাতে হুগলীর কোন্নগর ধর্মডাঙা এলাকায় রাস্তার পাশে ঝোপে একটি সাদা ফ্লাক্স পরে থাকতে দেখেন এলাকার এক যুবক।ইলেটট্রিক তার জড়ানো ওই ফ্লাক্সে ডিজিটাল ঘরির মত কিছু ফিট করা থাকায় বাসিন্দারা মনে করেন সেটি একটি টাইম বোমা হতে পারে। দেখে খবর দেওয়া হয় উত্তরপাড়া থানার পুলিশকে।গত রাতেই ঘটনাস্থলে আসে উত্তরপাড়া […]