এই মুহূর্তে কলকাতা

বুধবার রেল ও রাজ্যের বৈঠকের পরই লোকাল ট্রেন চালুর আনুষ্ঠানিক দিন ঘোষণা করা হবে।

কলকাতা , ২ নভেম্বর:- অতিমারীর আবহে যাত্রীদের সুরক্ষাএবং নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে খুব শীঘ্রই রাজ্যে শহরতলীর লোকাল ট্রেন পরিষেবা শুরু করা হবে। নবান্নে আজ রাজ্য সরকার এবং রেল কর্তৃপক্ষের মধ্যে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা বৈঠকে নরমাল পরিস্থিতিতে লোকাল ট্রেন চালানোর বিষয়ে নানা খুঁটিনাটি নিয়ে দুপক্ষের মধ্যে আলোচনা হয়। বৈঠক শেষে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেন, ট্রেন চালু হলে সংক্রমণ যাতে কোনোভাবেই মাত্রা না ছাড়ায়তা নিশ্চিত করতে সামাজিক সুরক্ষা বিধি মেনে ট্রেন পরিষেবা চালু করার ব্যাপারে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে।

সেই কারণে কোভিড পূর্ব সময়ের থেকে আনুমানিক ৫০ শতাংশ কম যাত্রী নিয়ে পরিষেবা শুরুর কথা ভাবা হচ্ছে। বৈঠকে উপস্থিত পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের কর্তা রা জানান দ্রুত লোকাল ট্রেন পরিষেবা পুনরায় চালু করতে তারা প্রস্তুত। তবে প্রাথমিকভাবে ১০ থেকে ১৫ শতাংশ ট্রেন চালু করা হবে যা পরে ২৫ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা রয়েছে। সামাজিক দূরত্বনীতি মেনে কিভাবে কোন সময় লোকাল ট্রেন চালু করা যাবে তার বিস্তারিত পরিকল্পনা তৈরি করা হচ্ছে বলে রেল কর্তারা জানান। আগামী বুধবার সেই বিস্তারিত পরিকল্পনা সহ পুনরায় তারা রাজ্য সরকারের সঙ্গে বৈঠকে বসবেন।

তারপরেই লোকাল ট্রেন পরিষেবা পুনরায় শুরু করার দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। আজকের বৈঠকে পূর্ব রেলের অতিরিক্ত জেনারেল ম্যানেজার,পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের বিভাগীয় জেনারেল ম্যানেজার, রেলওয়ে সেফটি বোর্ডের সদস্য এবং রাজ্যের প্রশাসন ও পুলিশের শীর্ষ কর্তারা উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও রেল কর্তাদের সঙ্গে প্রাথমিক আলোচনায় অংশ নেন।