হাওড়া , ২ নভেম্বর:- পুলিশের তৎপরতা এবং ট্যাক্সি ড্রাইভারের সততায় কয়েক ঘন্টার মধ্যেই উদ্ধার হল ওড়িশার বাসিন্দা এক ছাত্রীর খোওয়া যাওয়া গুরুত্বপূর্ণ নথি এবং নগদ টাকা সহ ব্যাগ। রবিবার রাতে খোওয়া যাওয়া ব্যাগ প্রমাণ দেখে তুলে দেওয়া হয় ওই ছাত্রীর হাতে। পুলিশ সূত্রে জানা গেছে, ওড়িশার পুরীর বাসিন্দা ওই ছাত্রীর নাম তানিয়া সেনগুপ্ত। গত শনিবার একটি ট্যাক্সি করে হাওড়া স্টেশনের দিকে যাচ্ছিলেন। তাঁর অন্যান্য জিনিসের সঙ্গে ছিল একটি ব্যাগ। সেই ব্যাগে ছিল তাঁর শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, পরিচয়পত্র, নগদ ৩০ হাজার টাকা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি।
হাওড়া স্টেশনে ট্যাক্সি থেকে নামার পর গুরুত্বপূর্ণ নথি সহ সেই ব্যাগটি ট্যাক্সিতেই থেকে যায়। পরে যখন তাঁর বিষয়টি খেয়াল হয় ততক্ষণে ট্যাক্সি ড্রাইভার গাড়ি নিয়ে চলে গিয়েছিলেন। এরপর তিনি গোলাবাড়ি থানায় লিখিত অভিযোগ জানান। অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশ। গাড়ির নম্বর ধরে পুলিশ খোঁজ পায় ট্যাক্সিচালক উপেন্দ্র রায়ের। এরপর পুলিশ তাঁকে থানায় ডাকলে কয়েক ঘন্টার মধ্যেই খোওয়া যাওয়া নথি এবং টাকা সমেত হাজির হন উপেন্দ্রবাবু। সেই খোওয়া যাওয়া ব্যাগ তুলে দেওয়া হয় তানিয়ার হাতে।