হাওড়া , ৩১ অক্টোবর:- কোভিড পরিস্থিতিতে এখনও লোকাল ট্রেন চালু না হওয়ায় সমস্যায় পড়া যাত্রীরা প্রায় প্রতিদিনই উঠে পড়ছেন রেলকর্মীদের জন্য নির্দিষ্ট বিশেষ ট্রেনে। রেলের তরফ থেকে বারবার বলা হচ্ছে এই স্টাফ স্পেশাল ট্রেন কেবল রেলের কর্মীদের জন্য নির্দিষ্ট। কিন্তু সেই নিয়ম না মেনে প্রতিদিনই যাত্রীদের একাংশ উঠে পড়ছেন এই স্টাফ ট্রেনে। যা নিয়ে বিস্তর ঝামেলার সৃষ্টি হচ্ছে। কয়েকদিন আগে হাওড়ার লিলুয়া স্টেশনেও স্টাফ ট্রেনে উঠতে গেলে যাত্রীদের সঙ্গে টিকিট পরীক্ষক ও আরপিএফের বচসা বেধে যায় বলে অভিযোগ। লিলুয়া স্টেশনে যাত্রীরা বিক্ষোভ দেখান। ভাঙচুরের চেষ্টা করা হয়।
শুক্রবার সন্ধ্যায় হাওড়া স্টেশনে স্টাফ স্পেশাল পেট্রোলিং ট্রেন ধরতে এলে অবৈধ যাত্রীদের বাধা দেয় আরপি এফ। হাওড়া স্টেশনের ক্যাব রোডের মুখেই ওই যাত্রীদের আটকে দেওয়া হয়। প্ল্যাটফর্মে ঢুকতে না পেরে স্টেশন চত্বরেই বিক্ষোভ শুরু করেন যাত্রীরা। যাত্রীদের দাবি অবিলম্বে তাদের ওই ট্রেনে উঠতে দিতে হবে। অবিলম্বে লোকাল ট্রেন চালু করতে হবে। তাদের অভিযোগ, এই ট্রেনে রোজই তারা যাতায়াত করেন। অথচ আজ তাদের ট্রেনে উঠতে বাধা দেওয়া হচ্ছে। যাত্রী বিক্ষোভের জেরে উত্তেজনা ছড়ালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরপিএফ সেখানে মৃদু লাঠিচার্জ করে যাত্রীদের সেখান থেকে সরিয়ে দেয়।