এই মুহূর্তে জেলা

কংসাবতী সেচ ক্যানেল ভেঙে বিপত্তি , জলমগ্ন কয়েটি গ্রাম।


বাঁকুড়া , ২৮ অক্টোবর:- কংসাবতি সেচ দফতরের ক্যানেলের একাংশ ভেঙে জল ঢুকতে শুরু করে বাঁকুড়ার জয়পুর ব্লকের জরকা ও গ্রামে। জল থইথই হয়ে যায় পুরো এলাকা। খবর পেয়ে বাঁকুড়ার মুকুটমনিপুর জলাধার থেকে ওই সেচ ক্যানালে জল ছাড়া বন্ধ করেছে সেচ দফতর। উদ্যোগ নেওয়া হয় দ্রুত ক্যানেলের পাড় মেরামতির। স্থানীয় সূত্রে পাড় মেরামতির কাজ শুরু হয়েছে। প্রশাসন সূত্রে খবর, পুজোর আগেই আমন ধানে সেচের প্রয়োজনে বাঁকুড়ার মুকুটমনিপুর জলাধারের রাইট ব্যাঙ্ক ফিডার ক্যানেলে আড়াই হাজার কিউসেক জল ছাড়ে সেচ দফতর।

কংসাবতী জলাধারের ওই জল ঘাটাল ব্রাঞ্চ ক্যানেলের মাধ্যমে ঘাটালের একাংশে সরবরাহ করা হচ্ছিল। আজ ভোরে ভোরে জয়পুর ব্লকের জরকা গ্রামের কাছে আচমকাই ক্যানেলের পাড় ভেঙে জল বেরোতে শুরু করে। ঘুম থেকে উঠে স্থানীয়রা দেখেন গোটা গ্রামে জল মগ্ন। গ্রামের অনেকের বাড়িতে ও জল ঢুকে যায় বলে খবর। কুড়িটি পরিবারকে উঁচু জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। দ্রুত খবর দেওয়া হয় সেচ দফতরে। জলে বেশ কয়েকশ বিঘা পাকা ধানের ক্ষতির আশংকা করছেন স্থানীয়রা।