এই মুহূর্তে কলকাতা

ভিনদেশ থেকে আমদানি শুরু হওয়ায় দীপাবলীর আগে রাজ্যে পেঁয়াজের দাম কিছুটা কমতে পারে।

কলকাতা , ২৮ অক্টোবর:- ভিনদেশ থেকে আমদানি শুরু হওয়ায় এবং সরকারি ভান্ডারে মজুদ পেঁয়াজ বাজারে আসার ফলে দীপাবলীর আগে রাজ্যে পেঁয়াজের দাম কিছুটা কমতে পারে। রাজ্যের কৃষি বিপনন দপ্তর সূত্রে জানা গিয়েছে আফগানিস্তান ও মিশর থেকে আমদানি করা পেঁয়াজ রাজ্যের বাজারে আসতে শুরু করেছে। একই সঙ্গে ন্যাশনাল এগ্রিকালচারাল কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন নাফেদ তাদের হাতে মজুদ থাকা পেঁয়াজের বেশ কিছুটা বাজার জাত করায় চাহিদা পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে। নাফেদ ইতিমধ্যে ৪৩ হাজার টন পেঁয়াজ ছেড়েছে এবং নভেম্বরের প্রথম সপ্তাহে আরো ২২ হাজার টন পেঁয়াজ ছাড়বে বলে কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে। এর ফলে আগামী কয়েকদিনের মধ্যে সাময়িকভাবে হলেও পিয়াজের দাম বেশ কিছুটা কমতে পারে বলে আশা করা যাচ্ছে।