পু:মেদিনীপুর,৭ জানুয়ারি:- ওড়িশা রাজ্যের কসাফলি বন্দর থেকে মৎস জীবিদের জালে ধরা প্রায় দুই কুইন্টাল পঞ্চাশ কিলো ওজনের দৈত্যাকার কোইভোল মাছ দীঘা মোহনায় মৎস নিলাম কেন্দ্রে বিক্রি করার জন্য ভূবন বেরার BCB কাঁটায় নিয়ে আসে আজ সকালে। বিশালাকার সামূদ্রিক কোই মাছ দেখতে উৎসুক মৎস্যজীবী ও দীঘায় বেড়াতে আসা পর্যটকরা ভীড় জমান। বহু দরদামের পর অবশেষে SFT নামের একটি মাছ কোম্পানি মাত্র ৫০ হাজার টাকা মূল্যেই কিনে নেয়। তবে বিদেশের বাজারে এই মাছের চাহিদা প্রচুর এবং এর পটকা থেকে ঔষধ ও ক্যাপসুল তৈরী করা হয় তাই কয়েক লক্ষ টাকায় বিদেশে রপ্তানী করা যাবে বলে কোম্পানি থেকে জানা গেছে।