কলকাতা , ৮ অক্টোবর:- আজ বিজেপি যুব মোর্চার প্রস্তাবিত নবান্ন অভিযান কে ঘিরে ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সচিবালয়কে কেন্দ্র করে হাওড়া এবং কলকাতার দিক থেকে আসা সব গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। ছোট রাস্তাগুলোতে বাঁশের ব্যারিকেড তৈরি করা হয়েছে। কলকাতা এবং হাওড়া মিলিয়ে প্রায় পাঁচ হাজার পুলিশ কর্মী মোতায়েন রাখা হয়েছে। বাড়ির ছাদ ছাড়াও সিসিটিভিতে নজর রাখা হচ্ছে। ব্যবহার করা হচ্ছে ড্রোন ক্যামেরাও। এছাড়াও কাঁদানে গ্যাস, জলকামান প্রভৃতি মজুত রাখা হয়েছে।
সরকারি কর্মচারীদের নবান্নে আসতে বারণ করে দেওয়া হয়েছে। এদিকে কলকাতার সদর কার্যালয় ছাড়াও হাওড়া ময়দান সহ বিভিন্ন দিক থেকে সকাল এগারোটায় মোট চারটি মিছিল আজ নবান্ন অভিমুখে রওনা হবে বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে। বিজেপির নবান্ন অভিযান চলাকালীনই কিছুক্ষণের জন্য নবান্নে আসেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেখানে পুলিশ কন্ট্রোল রুমে কাটিয়ে তিনি চলে যান ভবানী ভবনে।সেখানে ডিজি কন্ট্রোল রুমে বসে বিজেপির নবান্ন অভিযানের সমস্ত ফুটেজ খতিয়ে দেখেন বলে জানা গেছে।