বাঁকুড়া, ২ অক্টোবর:- মারণ ভাইরাস করোনার থাবায় এবার মৃত্যু হলো বাঁকুড়ার ইন্দাস বিধানসভার তৃণমূল বিধায়ক গুরুপদ মেটের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। ১ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৬ টা নাগাদ হাওড়ার একটি বেসরকারি কোভিড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত সপ্তাহে গুরুপদবাবুর ও তাঁর স্ত্রী করোনা আক্রান্ত হন। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, তাঁদের দুজনের জ্বর এবং সঙ্গে সর্দিকাশির উপসর্গ দেখা দেওয়ায় দুজনের সোয়াব টেস্ট করা হয়। সেই রিপোর্টে দুজনেই করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। তখনই তাঁদের বাঁকুড়ার ওন্দা কোভিড হাসপাতালে ভরতি করা হয়। এর কয়েকদিন পর গুরুপদবাবুর স্ত্রী সুস্থ হয়ে গেলেও তাঁর অবস্থার অবনতি হতে থাকে। তাঁর শ্বাসকষ্ট শুরু হওয়ায় ওন্দা কোভিড হাসপাতাল থেকে তাঁকে হাওড়ার একটি বেসরকারি কোভিড হাসপাতালে পাঠানো হয়। কিন্তু সেখানেও তিনি চিকিৎসায় সাড়া দেন নি বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। তাঁর অন্যন্ত হাই সুগার এবং উচ্চ রক্তচাপ থাকার কারণে করোনা সংক্রমণ তাঁর ফুসফুস নষ্ট করে দিয়েছে বলে জানা গিয়েছে।
গুরুপদ মেটে ২০১১ সালে বিধানসভা নির্বাচনে ইন্দাস কেন্দ্রের তৃণমূল প্রার্থী হয়ে জিতে বিধায়ক হন। এরপর ২০১৬ সালের নির্বাচনেও তিনি পুনরায় জিতে দ্বিতীয়বারের জন্য বিধায়ক হন। ২০১১ সালের আগে তিনি সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। মূলত কৃষিজীবী গুরুপদ মেটে অত্যন্ত সহজসরল জীবনযাপনে অভ্যস্ত ছিলেন। প্রথম নির্বাচন ময়দানে নেমেই তাঁর রাজনীতিতে হাতেখড়ি। দুবারের বিধায়ক গুরুপদ মেটে সাধারণ মানুষের মধ্যে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। তাই বৃহস্পতিবার তাঁর মৃত্যুর খবর ইন্দাস পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলার সব রাজনৈতিক দলের নেতা নেত্রীরা। তিনি স্ত্রী ও এক ছেলে এবং ছোট একটি মেয়ে রেখে অকালে চলে গেলেন।