অঞ্জন চট্টোপাধ্যায়,৫ জানুয়ারি:- কনকনে ঠান্ডার মধ্যে ৯০ মিনিট খেলা চালিয়ে যাওয়াই ছিল মোহনবাগান ফুটবলারদের কাছে বড় চ্যালেঞ্জ। সে চ্যালেঞ্জে ভালভাবেই উত্তীর্ণ হলেন ফ্রান গঞ্জালেজরা। ভিকুনা এসব দলকে ভাল খেলার জন্য মোটিভেট করে গিয়েছেন। যার প্রমাণ মিলল মাঠেই। প্রথম থেকে বেশ সচলই দেখাল বাগান ফুটবলারদের। বল মুভও করলেন ভাল। তবে শুরুর দিকে বক্সের ভিতর ফিনিশ করতে গিয়েই বারবার তাল কাটছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে খেলা আরও পালটে ফেলে দল। আক্রমণে আরও শান দেন স্ট্রাইকাররা।
আর তাতেই খুলেযায় গোলমুখ। ৭২ মিনিটে হেডে সাইরাসের পাস থেকে ডান পায়ের ভলিতে কাশ্মীরের জালে বল জড়িয়ে দেন বেইতিয়া। এর আগে গোলের সুযোগও তৈরি করেছিলেন তিনি। যদিও স্কোর হয়নি। সেই গোল হজম করার তিন মিনিট পর ফের ধাক্কা খায় কাশ্মীরের ডিফেন্স। এবার ব্রিটোর ক্রস থেকে গোল করেন নাওরেম। তারপর আর ঘুরে দাঁড়াতে পারেনি হোম ফেভরিটরা।র এদিনের জয়ের পর চার্চিল ব্রাদার্সকে পিছনে ফেলে লিগ তালিকার শীর্ষে উঠে এল ভিকুনা অ্যান্ড কোং। পাঁচ ম্যাচে বাগানের সংগ্রহ ১০ পয়েন্ট। সমস্ত প্রতিকূলতাকে বুড়ো আঙুল দেখিয়ে ছেলেরা যেভাবে খেললেন, তাতে দারুণ সন্তুষ্ট কোচ ভিকুনা।