এই মুহূর্তে জেলা

অত্যাবশ্যকীয় পণ্য সংশোধনী বিল বাদ দেবার বিরুদ্ধে তৃণমূলের বিক্ষোভ রিষড়ায়।

তরুণ মুখোপাধ্যায় , ২৩ সেপ্টেম্বর:- অত্যাবশ্যকীয় পণ্য সংশোধনী বিল রাজ্যসভায় পাস হওয়ার প্রতিবাদে এবং জরুরি পণ্য থেকে চাল ,ডাল ,তেল প্রভৃতি নিত্য প্রয়োজনীয় জিনিসকে বাদ দেবার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ দেখাল রিষড়া শহর তৃণমূল কংগ্রেস। এদিন সকালে শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিজয় সাগর মিশ্রের নেতৃত্বে গলায় মসলা তেল ডাল এর প্যাকেট এবং আলুর মালা ঝুলিয়ে অবস্থান বিক্ষোভ শুরু করে। বিজয় বাবুর বক্তব্য যেভাবে নরেন্দ্র মোদি সরকার একের পর দেশের আম জনতা বিশেষ করে গরিব কৃষক দের উপর দমন-পীড়ন চালিয়ে যাচ্ছে। কৃষি বিল অত্যাবশ্যকীয় পণ্য বিলগুলি যেভাবে তারা জোর করে পাশ করিয়ে নিচ্ছে তাতে কিন্তু দেশেরগরিব মানুষ গরিব থেকে আরো বেশি গরিব হবে।

লাভ বান হবে আদানি আম্বানি মতো বড়-বড় শিল্পপতিরা। কৃষকরা তাদের উৎপন্ন ফসল যে গুলো এই সমস্ত বড় বড় পুঁজিপতিরা তাদের থেকে কিনে নিয়ে নিয়ে মজুদ করবে। ফলে খুচরা বাজারে যে সমস্ত গরিব বিক্রেতা এবং চাষিরা তাদের উৎপন্ন জিনিসপত্র বিক্রি করেন তারা পড়বেন মহা সমস্যায। বারবার এই সমস্ত বিষয় নিয়ে আমাদের বিরোধী সাংসদরা রাজ্যসভায় তাদের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন তখনই তাদের ঘাড়ে নেমে আসছে সাসপেনশনের খাড়া। মানুষের বক্তব্য মানুষের অভাব অভিযোগ এর কথা যদি জন প্রতিনিধিদের বলতে না দেয়া হয় তাহলে কিসের গণতন্ত্র। আজকের এই বিক্ষোভ সমাবেশে বিজয়বাবু ছাড়াও উপস্থিত ছিলেন জাহিদ হাসান খান ,শুভজিৎ সরকার ,মনোজ গোস্বামী সহ তৃণমূলের কর্মী এবং সমর্থকরা।