স্পোর্টস ডেস্ক , ১৭ সেপ্টেম্বর:- ইনভেস্টর এসে যাওয়ায় ইস্টবেঙ্গলের ISL খেলা প্রায় পাকা। ইতিমধ্যে জমা পড়ে গিয়েছে বিড পেপারও। আগামী সপ্তাহেই হয়তো সরকারিভাবে একাদশতম দল হিসেবে ইস্টবেঙ্গলের নাম ঘোষণা করবে FSDL কর্তৃপক্ষ। এখন প্রশ্ন হচ্ছে আইএসএল খেললে ইস্টবেঙ্গলের কোচের চেয়ারে কে বসবেন? জল্পনা দুই বিশ্বকাপার কোচের পর এবার লাল–হলুদের নজরে রয়েছে প্রাক্তন লিভারপুল (Liverpool) তারকা রবি ফাউলার এবং বার্সেলোনায় (Barcelona) পেপ গোয়ার্দিওয়ালার (Pep Guardiola) সহকারী হিসেবে কাজ করা ইউসেবিও সাকরিস্টানের নাম। এছাড়াও ক্লাবকে নাকি মেল পাঠিয়ে কোচ হওয়ার ইচ্ছেপ্রকাশ করেছেন প্রাক্তন কোচ মারিও রিভেরাও।
কোচ হিসেবে নাম উঠে এসেছে ২০১৪ বিশ্বকাপে কলম্বিয়াকে (Colombia) কোচিং করানো হোসে পেকেরম্যান এবং ২০১০ বিশ্বকাপে নেদারল্যান্ডসের (Netherlands) কোচ থাকা ৬৮ বছরের বার্ট ভান মারউইকের নাম। এরপরই সামনে এসেছে ইউসেবিও এবং রবি ফাউলারের নাম।
অন্যদিকে, প্রাক্তন ইংল্যান্ড (England) জাতীয় দলের খেলোয়াড় এবং লিভারপুল তারকা রবি ফাউলার গত মরশুমে অস্ট্রেলিয়ান লিগে ব্রিসবেন রোরস–এর কোচ ছিলেন। করোনা সংক্রমণের জেরে মার্চ মাসে দেশে ফিরে যান তিনি। লাল–হলুদের কোচ হওয়ার দৌড়ে উঠে এসেছে তাঁরও নাম।