এই মুহূর্তে জেলা

হিন্দি একাডেমি পুনর্গঠন এর মাধ্যমে তাকে আরও শক্তিশালী করা হবে – মুখ্যমন্ত্রী।

নবান্ন , ১৪ সেপ্টেম্বর:- রাজ্যে হিন্দি ভাষাভাষীর মানুষকে সম্মান জানাতে এবং হিন্দি ভাষা চর্চা বাড়াতে রাজ্য সরকার হিন্দি একাডেমি পুনর্গঠন এর মাধ্যমে তাকে আরও শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ হিন্দি দিবসের শুভেচ্ছা জানিয়ে একথা ঘোষণা করেন। তিনি বলেন হিন্দি একাডেমি তথা হিন্দি সেলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাচ্ছেন দীনেশ ত্রিবেদী ও বিবেক গুপ্তা। এছাড়া সেলের অন্যান্য সদস্যদের নামও এদিন ঘোষণা করেন । মুখ্যমন্ত্রী বলেন শুধু হিন্দিই নয়, উর্দু, সাঁওতালি, গোর্খা, রাজবংশি, কুরুক-সহ একাধিক ভাষাকে মান্যতা দিয়েছে, মর্যাদাবৃদ্ধি করেছে রাজ্য সরকার। জানা গিয়েছে, হিন্দি সেলের কমিটি তৈরি হবে ব্লক, জেলা ও রাজ্য – এই তিনটি স্তরেই।

রাজ্যস্তরে তৈরি হবে কো-অর্ডিনেশন কমিটি। এছাড়া দলিতদের জন্য এবং পিছিয়ে পড়া প্রাচীন লোকসংস্কৃতি ভাষার চর্চায় জোর দিতে রাজ্যে ‘দলিত সাহিত্য অ্য়াকাডেমি’ তৈরি হবে বলে মুখ্যমন্ত্রী আজ ঘোষণা কর। পাশাপাশি মল্লভূম অর্থাৎ মূলত বিষ্ণুপুর রাজবংশের নানা প্রাচীন সামগ্রী ও পুঁথি যেসব মহাকরণের লাইব্রেরিতে আছে, সেগুলিকে ডিজিটাইজ করার কথা তিনি ঘোষণা করেন। এর আগে হিন্দি দিবসের শুভেচ্ছা জানিয়ে এক টুইট বার্তায় মুখ্যমন্ত্রী বাংলাকে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতির দাবিতে ফের সোচ্চার হন।