এই মুহূর্তে খেলাধুলা

আমিরশাহী পৌঁছে গেল বোর্ডের অ্যান্টি-করাপশন ইউনিট ৷


স্পোর্টস ডেস্ক, ১০ সেপ্টেম্বর:- আসন্ন ক্লোজডোর আইপিএলে করোনা ভাইরাস সতর্কতার পাশাপাশি দুর্নীতিমুক্ত রাখতে সব রকম ব্যবস্থা নিয়েছে বিসিসিআই৷ টুর্নামেন্টকে দুর্নীতিমুক্ত রাখতে আমিরশাহী পৌঁছে গেল বোর্ডের অ্যান্টি-করাপশন ইউনিট অর্থাৎ দুর্নীতিদমন শাখার আধিকারিকরা৷ সোশাল মিডিয়ার মাধ্যমে দুর্নীতিগ্রস্ত পন্থাগুলি প্রতিরোধ করার উপর এবার বেশি জোর দেওয়া হচ্ছে৷ ক্রিকেটারদের সচেতন তুলতে শারীরিক সেশনের চেয়ে এবার ভিডিও কাউন্সেলিংয়ে বেশি জোড় দেওয়া হচ্ছে৷ অজিত সিংয়ের নেতৃত্বে আট সদস্যের বিসিসিআই-এর একটি দল মঙ্গলবার দুবাইয়ে পৌঁছেছে৷ তাঁদের ছয় দিনের কোয়ারেন্টাইনে থাকার পর কাজ শুরু করবেন।

১৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া আইপিএল আগের তুলনায় অনেক বেশি সুরক্ষিত থাকবে কারণ এটি কঠোর জৈব-বুদ্বুদে পরিচালিত হচ্ছে। এছাড়াও এবার স্টেডিয়ামে কোনও ভিড় থাকবে না৷ ভক্তদের টিম হোটেলের আশেপাশে আসতে দেওয়া হবে না৷ কারণ অতীতে এমন দেখা গিয়েছে বুকিরা খেলোয়াড়দের কাছে যাওয়ার জন্য ভক্তদের বেছে নিত৷ দুর্নীতিদমন শাখার আধিকারিকরা আটটি দলের সঙ্গে আলাদা আলাদাভাবে কথা বলবে৷ আন্তর্জাতিক ক্রিকেট এবং আইপিএলের গ্ল্যামার উন্মুক্ত না-হওয়া তরুণ খেলোয়াড়দের জন্য সেশনগুলি আরও কার্যকর হবে। প্রতিষ্ঠিত খেলোয়াড়রা এসিইউ প্রোটোকল সম্পর্কে ইতিমধ্যে সচেতন। কিন্তু নতুনদের আরও বেশি করে সচেতন করে তোলায় তাঁদের চ্যালেঞ্জ ৷