স্পোর্টস ডেস্ক , ৭ সেপ্টেম্বর:- চেন্নাই সুপার কিংসের পরে এবার দিল্লি ক্যাপিটালস দলেও কোভিড-১৯ এর হদিশ মিললো। সূত্র মারফত খবর, দলের সহকারী ফিজিয়ো থেরাপিস্টের শরীরে ধরা পড়েছে এই ভাইরাস। রবিবার দলের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, দুবাইয়ে পৌঁছনোর পরে তাঁর প্রথম দুটি করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছিল। কিন্তু তৃতীয় পরীক্ষার ফল পজিটিভ আসে। সেকারণে তাঁকে ১৪ দিনের কোয়রান্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ১৪ দিন পরে আরও দুটি করোনা পরীক্ষা করা হবে। দলীয় বিবৃতিতে আরও বলা হয়েছে যে ‘‘দুবাই পৌঁছনোর পরে কোনও ক্রিকেটারের সংস্পর্শে আসেনি আমাদের ফিজিয়োথেরাপিস্ট। আশা করা যায়, ১৪ দিনের মধ্যে সুস্থ হয়ে ফিরবে সে।’’ উল্লেখ্য, চেন্নাইয়ের পরে দিল্লি শিবিরেও এই করোনার হানা প্রভাব ফেলতে পারে বাকি দলগুলোতেও। অন্যান্য শিবির যখন করোনা নিয়ে আশঙ্কায় ঠিক তখনই উল্টো দৃশ্য দেখা গেল বিরাট কোহালির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে। সেখানে একেবারে ফুরফুরে মেজাজে প্র্যাক্টিসে রয়েছেন বিরাট বাহিনী।
Related Articles
স্টেডিয়ামের দরজা খুলল, তবে খেলা শুরু নিয়ে কী বলল ক্রিকেট বোর্ড ?
স্পোর্টস ডেস্ক,১৮ মে:- রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক চতুর্থ দফার লকডাউনের নতুন নির্দেশিকা দিয়ে সোমবার থেকে স্টেডিয়াম খোলার অনুমতি দিয়েছে। সেই নির্দেশিকা পাওয়ার পর বোর্ডও তাদের অবস্থান স্পষ্ট করে দিল। বিসিসিআই এর পক্ষ থেকে সাফ জানান হয়েছে, দেশে করোনা সংক্রমণ যে পরিস্থিতিতে তাতে এখনই ক্রিকেট শুরুর কোনও প্রশ্নই নেই। কোষাধ্যক্ষ অরুণ ধুমল বিবৃতিতে বলেছেন, ‘চতুর্থ […]
পরিবারের সদস্যের অবৈধ সম্পত্তি নিয়ে কঠোর মুখ্যমন্ত্রী।
কলকাতা, ৩১ আগস্ট:- পরিবারের সদস্যদের অবৈধ দখল থাকলে বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে রাজ্যের মুখ্যসচিব ও প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতে এ কথা বলেন তিনি। মুখ্যমন্ত্রী এদিন জানান, কেউ কেউ অভিযোগ করছেন আমার পরিবারের সদস্যরা অবৈধভাবে জমি দখল করে রেখেছেন। এই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী তদন্ত করে দেখার নির্দেশ দেন। একইসঙ্গে […]
মুকুল পত্নীকে দেখতে হাসপাতালে অভিষেক , পাশে থাকার আশ্বাসে ফিরল দলবদলের জল্পনা।
কলকাতা , ২ জুন:- মুকুল রায়ের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আবার জল্পনা উস্কে দিয়ে নিয়ে তাঁর করোনা আক্রান্ত স্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার সন্ধ্যায় কলকাতার ইএম বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে পৌঁছে যান অভিষেক। যেখানে বিগত বেশ কিছুদিন ধরে চিকিৎসাধীন রয়েছেন মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা দেবী। সেখানে মকুলজায়ার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন তৃণমূল […]