এই মুহূর্তে জেলা

পড়ে থাকা ভাঙা আলমারিকে কেন্দ্র করে রহস্য গোঘাটে।

হুগলি , ৬ সেপ্টেম্বর:- রাস্তার ধারে পড়ে থাকা ভাঙ্গা আলমারিকে কেন্দ্র করে রবিবার চাঞ্চল্য ছড়াল গোঘাটের উল্লাসপুর চক্রনেতাপুর মোড়ে।বিষয়টি প্রথমে স্থানীয় প্রাতঃ ভ্রমণকারীদের চোখে পড়ে। তারা দেখেন পাশে আধার কার্ড, আলুর বন্ড,ব্যাংকের পাস বই ইত্যাদি পড়ে রয়েছে। তারাই খবর দেয় গোঘাট থানায়। এরপর ঘটনাস্থলে পুলিশ পোঁছে সমস্ত কিছু উদ্ধার করে নিয়ে যায়। জানা গেছে কাগজ পত্রগুলো বাঁকুড়ার কোতুলপুর থানা এলাকার কোন ব্যবসায়ীর।