এই মুহূর্তে খেলাধুলা

ক্ষমা চেয়েও চাকরি হারালেন মঞ্জরেকর।

স্পোর্টস ডেস্ক: আইপিএল ২০২০-এর ধারাভাষ্যকারদের প্যানেল থেকে বাদই যেতে হচ্ছে সঞ্জয় মঞ্জরেকরকে। সম্ভবত আজই টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করতে চলেছে বিসিসিআই। একাধিক বিতর্কে জর্জরিত সঞ্জয় মঞ্জরেকর বিসিসিআইয়ের ধারাভাষ্যকারের চাকরি খুইয়েছিলেন। চাকরি ফিরে পেতে নিজের কৃতকর্মের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে ক্ষমা চেয়েছিলেন দেশের প্রাক্তন ক্রিকেটার। কিন্তু তাতেও যে তিনি রেহাই পাচ্ছেন না, তা বোঝা যাচ্ছে।

এক সংবাদমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে, আইপিএল ২০২০-এর ধারাভাষ্যকারদের প্যানেলে রয়েছেন সাত জন ভারতীয়। সুনীল গাভাসকর, লক্ষ্মণ শিবরামাকৃষ্ণাণ, মুরলী কার্তিক, দীপ দাশগুপ্ত, রোহন গাভাসকর, হর্ষ ভোগলে ও অঞ্জুম চোপড়া রয়েছেন সেই দলে। সূত্রের খবর, আবু ধাবিতে আইপিএলের ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করবেন দীপ দাশগুপ্ত ও মুরলী কার্তিক। সুনীল গাভাসকর, লক্ষ্মণ শিবরামাকৃষ্ণাণ, রোহন গাভাসকর, হর্ষ ভোগলে ও অঞ্জুম চোপড়া দুবাই ও শারজাহের ম্যাচগুলির ধারাভাষ্য দেবেন।