এই মুহূর্তে জেলা

শ্রমিক অসন্তোষের জেরে শ্রমিকরা কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালো মিলের গেটে।

হুগলি , ৪ সেপ্টেম্বর:- শ্রমিক অসন্তোষের জেরে শ্রমিকরা কাজ বন্ধ করে দেওয়ায় কার্যত উৎপাদন বন্ধ হয়ে গেলো চাঁপদানির নর্থ-ব্রুক জুট মিল। এই জুটমিলে কাজ করে প্রায় চার হাজার শ্রমিক। তার মধ্যে ছশো শ্রমিক রয়েছে অস্থায়ি ভাবে। এই শ্রমিকদের কাজ দিতে চাইছে না মিল কর্তৃপক্ষ। বাইরে থেকে লোক নিয়ে এসে কন্ট্রাক্টে কাজ করাতে চাইছে কম পয়সায়। ইতিমধ্যে সেই কাজ শুরু হয়ে গেছে। এরই প্রতিবাদ করেছিল কয়েকজন শ্রমিক। সেই কারনে পাচ জন কে গেটের বাইরে করে দিয়েছে। এরপরই মিলের স্থায়ি অস্থায়ী সব শ্রমিক কাজ বন্ধ করে দেয়। শ্রমিকদের দাবি যতক্ষন না এই সমস্যার সমাধান হয় তারা কাজে যাবে না।এছাড়া কোম্পানির বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরল নর্থ ব্রুক জুট মিলের শ্রমিকরা। তবে এখনো পর্যন্ত সাসপেনশনের নোটিশ না দিলেও শ্রমিকদের উদ্যেশ্যে সতর্কতা মূলক নোটিশ গেটের সামনে ঝুলিয়ে দিয়েছে মিল কর্তৃপক্ষ।