এই মুহূর্তে কলকাতা

রাজ্যের বিভিন্ন জেলার ২৭ টি সেতুকে বিপজ্জনক হিসাবে চিহ্নিত করে নতুন করে তৈরির পরামর্শ।

কলকাতা , ৩ সেপ্টেম্বর:- রাজ্য সরকারের নিযুক্ত বিশেষজ্ঞ কমিটি রাজ্যের বিভিন্ন জেলার ২৭ টি সেতুকে বিপজ্জনক হিসাবে চিহ্নিত করে তা ভেঙে ফেলে নতুন করে তৈরির পরামর্শ দিয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি সেতু নদীর উপর থাকায় দ্রুত সেগুলি নিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য সেতু বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন বলে পূর্ত দপ্তর সূত্রে জানা গেছে। বর্তমান পরিস্থিতিতে এখনই নতুন সেতু নির্মাণ সম্ভব না হলে অবিলম্বে সেগুলি মেরামতের কথা বলা হয়েছে। নতুবা যানবাহন চলাচলে ঝুঁকি থাকবে বলে সতর্ক বার্তা দেওয়া হয়েছে। সেতু বিশেষজ্ঞ কমিটির এই রিপোর্ট সামনে রেখে পূর্ত সচিব নবীন প্রকাশ ইতিমধ্যেই দপ্তরের প্রতিটি জোনের ইঞ্জিনিয়ারদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক শুরু করেছেন।

মাঝেরহাট ব্রিজ-বিপর্যয়ের পরই রাজ্যের প্রতিটি সেতু, উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষার পরিকল্পনা নেওয়া হয়। দেশের নামজাদা চারটি সমীক্ষক সংস্থাকে এই কাজে নিয়োগ করা হয়। কলকাতা ও তার সংলগ্ন এলাকার ১৬টি সেতুর সমীক্ষার কাজ শেষ করে রাজ্যকে রিপোর্ট দিয়েছে ব্রিজ বিশেষজ্ঞ কমিটি। পাশাপাশি, বিভিন্ন জেলা মিলিয়ে পূর্ত দপ্তরের অধীন ৩৭২টি সেতুর স্বাস্থ্য পরীক্ষার কাজ শেষ হয়েছে। এর মধ্যে ৩৬৭টি সেতুর রিপোর্ট সরকারের কাছে জমা দেওয়া হয়েছে। ওই রিপোর্টে ২২৩টি ব্রিজের ছোটখাটো মেরামতের প্রয়োজন এবং ক্ষেত্রে ২৭টি সেতুকে ‘বিপজ্জনক’ হিসাবে চিহ্নিত করে সেগুলি ভেঙে নতুন করে গড়ে তোলার পক্ষে বিশেষজ্ঞরা মত দিয়েছেন পূর্ত দপ্তর সূত্রে ‘বিপজ্জনক’ ব্রিজগুলির মধ্যে বীরভূম, মুর্শিদাবাদের বেশ কয়েকটি সেতু ছাড়াও উত্তরবঙ্গের কয়েকটি সেতুও রয়েছে তালিকায়।