হুগলি , ১ সেপ্টেম্বর:- স্বর্গীয় রাষ্ট্রপতি প্রণব মুখ্যার্জীর হাত ধরে রাজনীতি জীবনে প্রবেশ সিঙ্গুরের দ্বিজপ্রসাদ ভট্টাচার্য্য(84) অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক। 1970 সাল থেকে 1983 সাল পর্ষন্ত যুব কংগ্রেসের সিঙ্গুর ব্লক সভাপতি ছিলেন। 1983 সাল থেকে 1991 সাল পর্ষন্ত হুগলি জেলা কংগ্রেসের সম্পাদক ছিলেন। এরপর 1987 সালে রাস্ট্রীয় সমাজবাদী কংগ্রেস(প্রনব মুখ্যার্জ্জী) এর দাঁড়িপাল্লা প্রতীক চিহ্ন নিয়ে নির্বাচনে প্রতিদন্দিতা করে পরাজিত হয়েছিলেন। মাঝে প্রনব মুখ্যার্জ্জী কেন্দ্রে বিদেশমন্ত্রী থাকাকালীন তার সচিব হয়ে দ্বিজপ্রসাদ বাবু কাজ করেছিলেন দিল্লীতে। 1996 সালে সিঙ্গুর কেন্দ্র থেকে বিধানসভা নির্বাচনে জাতীয় কংগ্রেসের হাত চিহ্ন নিয়ে নির্বাচনে লড়াই করেন। সেই নির্বাচনে প্রচারে সিঙ্গুরে এসেছিলেন প্রণব মুখার্জী।
কিন্তু পরাজিত হয়েছিল দ্বিজপ্রসাদ বাবু। প্রণব মুখ্যার্জী রাস্ট্রপতি থাকাকালীন রাজ্যে সিপিএম এর সাথে কংগ্রেসের সাথে জোট গড়া নিয়ে নীতিগত ভাবে বিরোধিতা করেছিলেন। তখন এই দ্বিজপ্রসাদ বাবু কে নির্দেশ দিয়েছিলেন, আগামী প্রজন্মের কাছ থেকে কংগ্রেস দলের নাম মুছে না যায়, তার জন্য নির্দল প্রার্থী হয়ে নির্বাচন লড়বেন সিঙ্গুর কেন্দ্র থেকে। পারিবারিক ভাবে প্রণবের সঙ্গে সিঙ্গুরের এই পরিবারের সাথে যুক্ত ছিলেন। সিঙ্গুরের বাড়িতে তিন বার এসেছিলেন। এমনকী রাষ্ট্রপতি শপথ গ্রহণের দিন দ্বিজপ্রসাদ বাবু উপস্থিত ছিলেন। শেষ 2019 সালে অক্টোবর মাসে দ্বিজপ্রসাদ বাবুর বই প্রকাশ অনুষ্ঠানে দেখা হয়েছিল। আজ তার মৃত্যুতে গভীর শোকাহত তিনি ও তার পরিবার।