স্পোর্টস ডেস্ক, ১৬ আগস্ট:- ভারতীয় ক্রিকেটে এক যুগের অবসান । শনিবার স্বাধীনতা দিবসের সন্ধ্যায় হঠাৎই সকলের মন খারাপ করে দিয়ে ক্রিকেটকে গুড বাই জানিয়েছেন টিম ইন্ডিয়ার সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি । ধোনির অবসরের খবর সামনে আসতেই , মাহির ভবিষ্যত জীবনের জন্য শুভেচ্ছা কামনা করেছেন দেশ-বিদেশের প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটার সহ দেশের সর্বস্তরের মানুষ । এদিন বিসিসিআই সভাপতি তথা বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় লিখেছেন , “একটা যুগের অবসান । দেশের তথা বিশ্ব ক্রিকেটে এক দুরন্ত ক্রিকেটার । তাঁর নেতৃত্বের গুণাবলী এমন ছিল যে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে তা খুঁজে পাওয়া সত্যিই বিরল । কেরিয়ারের প্রথমদিকে ওয়ান ডে ক্রিকেটে ধোনির দুরন্ত ব্যাটিং পারফরম্যান্স মুগ্ধ করেছে ক্রিকেট বিশ্বকে । প্রত্যেক ভালো জিনিষের শেষ হয় । আর এটা তো আরও উজ্জ্বল-অনবদ্য । উইকেটকিপার হিসেবেও নিজেকে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়ে উদাহরণ হিসেবে দাঁড় করিয়েছেন । মাঠে কোনও অনুশোচনা না রেখেই শেষ করলেন । এক অসাধারণ কেরিয়ার । তাঁর অবসর জীবনের সাফল্য কামনা করি। ” একে একে টুইট করেছেন , ভারতীয় কিংবদন্তি শচীন তেন্ডুলকর , ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং টিম ইন্ডিয়ার কোচ রবি শাস্ত্রী , অনিল কুম্বলে, ভিভিএস লক্ষ্মণ সকলেই । শচীন লিখেছেন , ভারতীয় ক্রিকেটে তোমার অবদান অনস্বীকার্য । ২০১১ তে আমরা একসঙ্গে বিশ্বকাপ জিতেছি । যা আমার জীবনের সেরা মুহূর্ত।