এই মুহূর্তে জেলা

করোনা সংক্রামিত যুবককে ফাঁকা মাঠে তাবু খাটিয়ে রাখার অভিযোগ পরিবারের বিরুদ্ধে।

কোচবিহার , ১০ আগস্ট:- করোনা সংক্রামিত এক যুবককে ফাঁকা মাঠে তাবু খাটিয়ে রাখার অভিযোগ উঠল আক্রান্ত যুবকের পরিবারের লোকজনের বিরুদ্ধে । ওই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় এবং স্থানীয় প্রশাসনকে জানালে ওই যুবককে মাথাভাঙ্গা শহর সংলগ্ন বাবু জগজীবন রাম কেন্দ্রীয় ছাত্রী নিবাসে সেফ হোমে স্থানান্তরিত করা হয় । স্থানীয়দের অভিযোগ , আক্রান্ত ওই যুবককে হোম কোয়ারান্টিনে রাখার পরিবর্তে বাড়ি সংলগ্ন মাঠে তাবু খাটিয়ে তাকে রাখার ব্যবস্থা করেছে। আজ সকালে স্থানীয় লোকজন এসে দেখেন যে আক্রান্ত ওই যুবকের পরিবারের লোকজন তাকে হোম কোয়ারান্টিনে রাখেন । কারন এখন বর্ষাকাল তার ওপর সাপ-খোপের আতঙ্ক তো রয়েছেই ।

ফলে যে কোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের বিপদ। পরে স্থানীয়রা গ্রাম পঞ্চায়েত প্রধানকে বিষয়টি জানালে তিনি সেখানে এসে ওই পরিবারকে সতর্ক করেন। তারপরেই করোনা সংক্রামিত যুবককে মাথাভাঙ্গা শহর সংলগ্ন বাবু জগজীবন রাম কেন্দ্রীয় ছাত্রী নিবাসে সেফ হোমে স্থানান্তরিত করা হয় বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, মাথাভাঙ্গা ১ ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের শোলমারি গ্রামের এক যুবক তুফানগঞ্জে কর্মরত ছিলেন । সম্প্রতি তার লালারসের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়ে । ওই অবস্থায় শনিবার রাতে তিনি বাড়ি ফিরে এলে মাথাভাঙ্গা ১ ব্লক প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট বাড়ি ও সংলগ্ন এলাকা কন্টাইনমেন্ট জোন ঘোষণা করা হয় । বাড়িটি বাঁশ দিয়ে ঘিরে দেওয়ার পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে সতর্কতামূলক ব্যানার লাগিয়ে দেওয়া হয়।

করোনা আক্রান্ত ওই যুবকের পরিবারের পক্ষ থেকে প্রশাসনকে জানানো হয় আক্রান্ত যুবককে হোম কোয়ারান্টিনে আলাদাভাবে তাকে রাখা হবে । অথচ আজ এলাকার বাসিন্দারা দেখতে পান বাড়ি সংলগ্ন মাঠে প্লাস্টিকের তাবু খাটিয়ে ওই যুবকের থাকার ব্যবস্থা করা হয়েছে । পরে বিষয়টি জানা জানি হতেই জোরপাটকি গ্রাম পঞ্চায়েত প্রধান কমলকুমার অধিকারির নজরে এলে তিনি সংশ্লিষ্ট পরিবারকে সতর্ক করার পাশাপাশি ব্লক প্রশাসনের নজরে আনেন । আর তারপরই ব্লক প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত ওই যুবককে তাঁবু থেকে স্থানান্তরিত করে মাথাভাঙ্গা শহর সংলগ্ন বাবু জগজীবন রাম কেন্দ্রীয় ছাত্রী নিবাসে সেফ হোমে স্থানান্তরিত করা হয়।