এই মুহূর্তে খেলাধুলা

এবার এটিকে-মোহনবাগানে জবি জাস্টিন।

স্পোর্টস ডেস্ক , ২ আগস্ট:- এটিকে-মোহনবাগানে খেলতে চলেছেন জবি জাস্টিন। গত মরসুমে এটিকেতে খেলেছিলেন জবি। গত মরসুমে ক্লাব চ্যাম্পিয়ন হয়েছিল। এটিকে -মোহনবাগানের সঙ্গে দুই মরসুমের চুক্তিতে সই করলেন ভারতীয় ফুটবলার। গত মরসুমে এটিকে-মোহনবাগানের আইএসএল জয়ী দলে থাকার পর এবার সবুজ-মেরুন জার্সি পড়তে চলেছেন তিনি। এটিকেতে যোগ দেওয়ার আগে লাল-হলুদ জার্সিতে ইস্টবেঙ্গলে খেলেছেন। ডার্বিতে মোহনবাগানের বিরুদ্ধে গোল করে নায়কও হন।

স্প্যানিশ কোচ আলেজান্দ্রোর হাত ধরে ইস্টবেঙ্গলকে দুই মরসুম আগে আই লিগে রানার্স করার ক্ষেত্রে জবির বড় অবদান ছিল। লিগে বিদেশি স্ট্রাইকারদের দাপটের যুগে জবি একাই দাপটের সঙ্গে ইস্টবেঙ্গলকে একাধিক ম্যাচ জিতিয়েছিল, এনরিকে চোট পেয়ে দেশে ফিরে যাওয়ার পরে জবি একা লাল-হলুদকে টেনে নিয়ে যান। এবার মোহনবাগানের হয়ে খেলতে চলেছেন তিনি। এই নিয়ে কেরালার স্ট্রাইকার জানিয়েছেন, ‘সবুজ-মেরুন জার্সি পরে গোল করতে মুখিয়ে রয়েছি।’