স্পোর্টস ডেস্ক , ২৪ জুলাই:- ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এবারের আইপিএল। ফাইনাল ৮ নভেম্বর। আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকের আগেই তা কার্যত বলেই ফেললেন চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল। বিসিসিআই সূত্রে খবর, প্রতি বছরের মতো এবারও প্লে-অফ ধরে ৬০ টি ম্যাচ খেলা হবে আইপিএলে। চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেলের ঘোষণা অনুযায়ী মোট ৫১ দিনের টুর্নামেন্ট হতে চলেছে। তাতে ডবল হেডার ম্যাচের সংখ্যা বাড়ানো হবে না, বলেই জানানো হয়েছে। এখনও পর্যন্ত যা খবর সংযুক্ত আরব আমিরশাহীর তিনটি মাঠে হতে পারে আইপিএলের ম্যাচগুলি। ক্রিকেটারদের অনুশীলনের জন্য দুবাইতে আইসিসি অ্যাকাডেমি ফর ট্রেনিংয়ের মাঠ ভাড়া নিতে পারে সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির। এ বিষয়ে আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সূত্রের খবর আইপিএলের কথা মাথায় রেখে কবে থেকে বিমান চালু হবে এবং কী কী নিয়ম লাগু করা হবে, তা জানতে আমিরশাহীর দুটি বিমান সংস্থার সঙ্গে কথা বলেছে বিসিসিআই।
১৯ সেপ্টেম্বর থেকে আইপিএল শুরু হলে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা টুর্নামেন্টের প্রথম দিকে অংশ নিতে পারবে না বলে মনে করেন ক্রিকেট প্রেমীরা। কারণ ওই মাসেই সীমিত ওভারের সিরিজে মুখোমুখি হতে চলেছে দুই দল। তাতে খুব একটা অসুবিধা হবে বলে মনে করেন না আইপিএলল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল। তাঁর বক্তব্য, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে সিরিজ শেষ হচ্ছে ১৫ সেপ্টেম্বর। এরপর দুই দলের ক্রিকেটাররা সরাসরি দুবাইতে উড়ে যাবেন বলে মনে করেন প্যাটেল।আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানিয়েছেন, আগামী সপ্তাহে টুর্নামেন্টের গভর্নিং কাউন্সিলের বৈঠক হবে। সেখানে আইপিএলের স্থান, দিন, সূচি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন চেয়ারম্যান প্যাটেল। উল্লেখ্য করোনা ভাইরাসের আবহে আইপিএল যে সংযুক্ত আরব আমিরশাহীতে হচ্ছে, বৈঠকের আগেই তা ঘোষণা করেছেন ব্রিজেশ।