এই মুহূর্তে জেলা

সূর্যগ্রহণ দেখল হাওড়ার মানুষ।

 

হাওড়া,২৬ ডিসেম্বর:- প্রায় এক দশক পর বৃহস্পতিবার সকালে ভারত থেকে সূর্যের বলয়গ্রাস দেখা গেল। মধ্য হাওড়ায় এদিন সকালে বিজ্ঞান মঞ্চের জেলা অফিসের সামনে খোলা মাঠে সূর্যগ্রহণ দেখার ব্যবস্থা করা হয়। পথচলতি বহু সাধারণ মানুষ বিজ্ঞান মঞ্চের চশমা ব্যবহার করে সূর্যগ্রহণ দেখেন। বিজ্ঞান মঞ্চের বক্তব্য, সূর্যগ্রহণ সম্বন্ধে যুগ-যুগান্তর ধরে চলে আসা নানা কুসংস্কার ও ভ্রান্ত ধারণার অবসান ঘটিয়ে হাওড়া জেলার সর্বত্র যেমন- আমতা, ডোমজুড়, শিবপুর, সালকিয়া, মধ্য হাওড়া সহ বিভিন্ন জায়গায় সূর্যগ্রহণ দেখানোর কর্মসূচী নেওয়া হয়।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                                            সূর্যগ্রহণ সম্পর্কে হাওড়া জেলার বিজ্ঞান মঞ্চের সহঃ সম্পাদক পঞ্চানন ঘোষাল জানান, সূর্য ও পৃথিবীর মাঝে একই সরলরেখায় চাঁদ এসে উপস্থিত হলে সূর্যগ্রহণ হয়। দক্ষিণ ভারতের সমগ্র জায়গায় বলয়গ্ৰাস সূর্যগ্রহণ দেখা গেলেও এই তিলোত্তমা নগরী কলকাতা সাক্ষী রইল আংশিক সূর্যগ্রহণের। হাওড়ার আকাশ মেঘলা থাকলেও এদিন আংশিক গ্রহণ প্রত্যক্ষ করেন অনেকেই। বিশেষ চশমা পরে সকলে গ্রহণ প্রত্যক্ষ করেন।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.