এই মুহূর্তে জেলা

চারমাস নিখোঁজ থাকার পর বৌদি-দেওয়রের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল।

পূর্ব-বর্ধমান , ১০ জুলাই:- গত ৪ মাস ধরে বৌদির সঙ্গে দেওরের নিখোঁজ থাকার পর শুক্রবার তাদের ঝুলন্ত দেহ লক্ষ্য করা গেল বাড়ির অদূরে জঙ্গলের এক গাছে। স্থানীয় এলাকার যুবকেরা দুটি ঝুলতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ পৌঁছে উদ্ধার করল দেহ। রানীগঞ্জের ৩৭ নম্বর ওয়ার্ডের মহাবীর কোলিয়ারি সাহেব কুঠি এলাকার ঘটনা। ঘটনার বিবরণে জানা যায় খনি কর্মী ফাগু বাউরী ১৩ ই এপ্রিল নিখোঁজ হয়ে যায় বাড়ি থেকে পাশাপাশি তার বাড়ির পাশেই থাকা তার বৌদি চম্পা বাউরী ও নিখোঁজ হয়ে যায় সেদিন থেকেই। এই ঘটনার পরই দুই পরিবারের সদস্যরাই থানায় অভিযোগ দায়ের করে যদিও বিস্তর খোঁজাখুঁজির পরও কোনো খোঁজ মেলেনি তাদের।

অবশেষে শুক্রবার সকালে ওই দুই জনের দেহ ঝুলন্ত অবস্থায় লক্ষ্য করে এলাকার মানুষ বাড়ি থেকে 100 মিটার দূরেই জঙ্গলে গাছে ঝুলন্ত অবস্থায় তাদের দেখতে পায় এলাকার বেশ কিছু যুবক। সানি ও এলাকার বাসিন্দা ও পরিবারের সদস্যদের দাবি দুজনেই বাড়ি থেকে চলে যাওয়ার পর আর তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি আজ সকালে বাড়ির বাইরে ফাগু বাউরি নিজের গাড়ি রেখে চলে যায় এরপরই পরিবারের সদস্যরা তল্লাশি চালায় এক কিশোর ওই ঝুলন্ত বিষয় লক্ষ্য করে বাড়ির সদস্যদের খবর দেয়। স্থানীয়দের প্রাথমিক অনুমান প্রণয়ঘটিত কারণে তারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে।