স্পোর্টস ডেস্ক , ৩ জুলাই:- ২০১১ বিশ্বকাপ ফাইনালে ভারতের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগে তিন দিন ধরে জেরা করা হচ্ছে শ্রীলঙ্কার প্রাক্তন এবং বর্তমান ক্রিকেটারদের। যে তালিকায় ছিলেন অরবিন্দ ডি’সিলভা, উপুল থরঙ্গা। বৃহস্পতিবার বিশেষ তদন্ত কমিটি ডেকে পাঠায় ২০১১ সালের বিশ্বকাপ দলের অধিনায়ক কুমার সঙ্গকারাকে। তদন্ত কমিটি পাঁচ ঘণ্টার উপরে জেরা করেছে শ্রীলঙ্কার এই প্রাক্তন অধিনায়ককে। সঙ্গকারাকে এই ভাবে জেরা করা নিয়ে আবার বিক্ষোভও হয়েছে কলম্বোয়। সঙ্গকারাকে জেরা করার সময় ক্রীড়ামন্ত্রকের অফিসের বাইরে বিক্ষোভ দেখানো হয়। জানা গিয়েছে, একটি রাজনৈতিক দলের যুব শাখার তরফে এই বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভকারীদের তরফে বলা হয়েছে, ‘‘কোনও প্রমাণ ছাড়াই ম্যাচ গড়াপেটার অভিযোগ করা হয়েছে। আর সেই অভিযোগের ভিত্তিতে সঙ্গকারা এবং অন্যান্য ক্রিকেটারকে ক্রমাগত ঝামেলায় ফেলা হচ্ছে। যার প্রতিবাদ জানিয়ে এই বিক্ষোভ।’’ শ্রীলঙ্কার প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মহিন্দনন্দ অতুলগামাগে অভিযোগ করেছিলেন, ২০১১ সালে বিশ্বকাপ ফাইনালে ভারত বনাম শ্রীলঙ্কার ম্যাচে গড়াপেটা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়েছে। আগের দিন ছ’ঘণ্টার উপরে জেরা করা হয় ডি’সিলভাকে। শ্রীলঙ্কার এই কিংবদন্তি ব্যাটসম্যান ২০১১ সালে জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান ছিলেন।
Related Articles
কোভিড বিধি মেনে বেলুড় রামকৃষ্ণ মিশন শিল্পায়তনে বিশ্বকর্মার আরাধনা।
হাওড়া, ১৭ সেপ্টেম্বর:- কোভিড বিধি মেনে সাড়ম্বরে শিল্পের দেবতা বিশ্বকর্মার আরাধনা হচ্ছে বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন শিল্পায়তনে। এই প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটের বিশ্বকর্মা পূজায় শিক্ষক, ছাত্র ও মহারাজরা উপস্থিত ছিলেন। তাঁদের তত্ত্বাবধানেই সকাল থেকে পূজার তোড়জোড় শুরু হয় বেলুড় মঠ শিল্পমন্দিরে। পূজা, হোম ও নাম সংকীর্তনের মধ্য দিয়ে নিষ্ঠার সঙ্গে বিশ্বকর্মার আরাধনা হয়। বেলুড় মঠ […]
গরম যত পড়ছে তৃণমূল আইসক্রিমের মতো গলে যাচ্ছে – মোহাম্মদ সেলিম।
পশ্চিম মেদিনীপুর , ২২ মার্চ:- গরম যত পড়ছে তৃণমূল টা আইসক্রিমের মত ততই গলে যাচ্ছে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী তপন ঘোষ এর সমর্থনে গড়বেতা শহরে নির্বাচনী জনসভাতে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই মন্তব্য করলেন সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম। এছাড়াও তিনি বলেন দশ বছর নাকি উন্নয়ন হয়েছে ব্যানার ফেস্টুন ছেয়ে প্রচার করা […]
মুখ্যমন্ত্রী রাজ্যপাল সবাই তামাশা করছেন। মন্তব্য মহঃ সেলিমের।
হাওড়া, ২৯ মে:- মুখ্যমন্ত্রী রাজ্যপাল সবাই তামাশা করছেন। মন্তব্য মহঃ সেলিমের।মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অস্ত্রশস্ত্র বোমা বারুদ যদি উদ্ধার হয়েই থাকে তাহলে এখনও কেনো এত খুনোখুনি হচ্ছে? আসলে সবটাই তামাশা ছাড়া কিছু নয়। মুখ্যমন্ত্রী রাজ্যপাল সবাই তামাশা করছেন। রবিবার সন্ধ্যায় হাওড়ায় এক দলীয় সমাবেশে যোগ দিয়ে সাংবাদিকদের ওই মন্তব্য করেন সিপিএম নেতা মহঃ সেলিম। তিনি বলেন, […]