স্পোর্টস ডেস্ক , ৩ জুলাই:- ২০১১ বিশ্বকাপ ফাইনালে ভারতের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগে তিন দিন ধরে জেরা করা হচ্ছে শ্রীলঙ্কার প্রাক্তন এবং বর্তমান ক্রিকেটারদের। যে তালিকায় ছিলেন অরবিন্দ ডি’সিলভা, উপুল থরঙ্গা। বৃহস্পতিবার বিশেষ তদন্ত কমিটি ডেকে পাঠায় ২০১১ সালের বিশ্বকাপ দলের অধিনায়ক কুমার সঙ্গকারাকে। তদন্ত কমিটি পাঁচ ঘণ্টার উপরে জেরা করেছে শ্রীলঙ্কার এই প্রাক্তন অধিনায়ককে। সঙ্গকারাকে এই ভাবে জেরা করা নিয়ে আবার বিক্ষোভও হয়েছে কলম্বোয়। সঙ্গকারাকে জেরা করার সময় ক্রীড়ামন্ত্রকের অফিসের বাইরে বিক্ষোভ দেখানো হয়। জানা গিয়েছে, একটি রাজনৈতিক দলের যুব শাখার তরফে এই বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভকারীদের তরফে বলা হয়েছে, ‘‘কোনও প্রমাণ ছাড়াই ম্যাচ গড়াপেটার অভিযোগ করা হয়েছে। আর সেই অভিযোগের ভিত্তিতে সঙ্গকারা এবং অন্যান্য ক্রিকেটারকে ক্রমাগত ঝামেলায় ফেলা হচ্ছে। যার প্রতিবাদ জানিয়ে এই বিক্ষোভ।’’ শ্রীলঙ্কার প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মহিন্দনন্দ অতুলগামাগে অভিযোগ করেছিলেন, ২০১১ সালে বিশ্বকাপ ফাইনালে ভারত বনাম শ্রীলঙ্কার ম্যাচে গড়াপেটা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়েছে। আগের দিন ছ’ঘণ্টার উপরে জেরা করা হয় ডি’সিলভাকে। শ্রীলঙ্কার এই কিংবদন্তি ব্যাটসম্যান ২০১১ সালে জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান ছিলেন।
Related Articles
চুঁচুড়ায় অয়ন শীলের পৈত্রিক বাড়ি ও ফ্লাটে সিবিআইয়ের হানা।
হুগলি, ৭ জুন:- শিক্ষাক্ষেত্রে দুর্নীতির পর রাজ্যের পুর-নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্তে নেমেছে সিবিআই। সূত্রের খবর, ইতিমধ্যে হুগলি জেলা প্রশাসনের কাছে বিগত প্রায় ১০ বছরে জেলার পঞ্চায়েত স্তরে নিয়োগ সংক্রান্ত নথি চেয়ে পাঠিয়েছে ইডি। একই সাথে নিয়োগ দুর্নীতিতে ধৃত চুঁচুড়ার অয়ন শীলের বাড়ির কাছে হুগলি-চুঁচুড়া পুরসভার কাছে বিগত কয়েক বছরের নিয়োগের তথ্য কিছুদিন আগেই চেয়ে পাঠিয়েছিল […]
অভয়া ক্লিনিক, হাওড়ায় বিনামূল্যে রোগীদের পরিষেবা দিলেন জুনিয়র ডাক্তাররা।
হাওড়া, ৮ সেপ্টেম্বর:- হাওড়া জেলা হাসপাতালের জুনিয়র ডাক্তাররা এবার সদর হাসপাতালের বহিঃ বিভাগের সামনে ‘অভয়া ক্লিনিক’ এর মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করে রোগীদের পরিষেবা দিলেন। ওই ক্লিনিকের মাধ্যমে রবিবার সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত বিনামূল্যে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া হয়। এই ক্লিনিকে হাওড়া জেলা হাসপাতালের জুনিয়র ডাক্তাররা নিজেরাই বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেন। Post […]
আমফানে ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাস কেকেআরের, দুর্গতদের জন্য প্রার্থনা টিম ইন্ডিয়ার।
স্পোর্টস ডেস্ক,২৩ মে:- কয়েক হাজার মাইল দূরে থাকলেও আমফানের তাণ্ডব ছুঁয়ে গিয়েছে ভারত অধিনায়ক বিরাট কোহলিকে। ঘূর্ণিঝড় আমফানের দাপটে ব্যাপক ক্ষতিগ্রস্ত বাংলা ও ওড়িশার পাশে দাঁড়ালেন ভারত অধিনায়ক। শুধু বিরাট কোহলি একা নন আমফান বিপর্যস্ত মানুষদের জন্য প্রার্থনা জানিয়েছেন ভারতীয় দলের অন্যান্য ক্রিকেটাররাও। রবীন্দ্র জাদেজা, হরভজন সিং থেকে কেএল রাহুল, কুলদীপ যাদব এমনকী ভিভিএস […]








